এইখানে—
সন্ধ্যা নামে ধীরে
নদীর তীরে
জলে ভাসে
শীতের পাখি
সোনালু লতার ঝোপে
লুকালো ডাকি।
যেইখানে—
মেঘের মতোই সাদা বক
সবুজ ধানের ক্ষেতে
হলদে পাখি
সন্ধা হলেই নীড়ে ফিরে
আলেয়ার আকাশে
পাখিরা ভিড়ে।
নদীর জলে ভিজে যায় গ্রাম
আলতো দেহ, কী তার নাম?
বাঁকা পথে গরুর সারি
বিকেল নামা স্মৃতির পাশে
কার নামে দুলে ওঠে
পথের ওই ফুল
এইখানে—
দেখেছিলাম তোমারে
যদি আমি না করি ভুল।