Posts

গল্প

সম্রাট শাহজাহান কি তার নিজের মেয়েকে লালসার শিকার বানিয়েছিলেন?

January 6, 2026

Md. Anwar kadir

29
View

ছোট ভাই কামাল এসেছে চা খেতে। চা খেতে খেতে প্রশ্ন করলো, "ভাই। আপনি কি জানেন? সম্রাট শাহজাহানের লালসার শিকার হয়েছিলো তার আপন কন্যা।"
শুনে একটু হেসে বললাম, "এই ঘটনার ঐতিহাসিক কোন ভিত্তি নেই। শুনেছি ফরাসি কয়েকজন ঐতিহাসিক এটা নিয়ে অনেক গুজব ছড়িয়েছে।"
কামাল মনে হয় ব্যাপারটা সত্যি বলে ধরে নিয়েছিলো। 
তাই আবার প্রশ্ন করলো,"বলেন কি? গুজব?"
বললাম,"সম্রাটের মেয়েটির নাম ছিলো জাহানারা। অত্যন্ত ধার্মিক ছিলেন। জীবনে বিয়ে করেননি।"
সে কথার মাঝে বাধা দিয়ে বললো,"আমি শুনেছিলাম, সম্রাট তাকে বিয়ে দিতে চায়নি। দেখতে জাহানারা অবিকল মমতাজের মতোই সুন্দর ছিলো বলে তাকে তার নিজের কাছেই রেখে দিয়েছিলেন।"
বললাম,"এসব গুজব। ফরাসি ঐতিহাসিক বার্নিয়ার এবং পিটার মুন্ডারসহ কয়েকজন এই কাজটা করেছেন। আমার মনে হয়, ফরাসিরা ইসলাম এবং মুসলিমদের অপছন্দ করে। তাই এসব কাজ নোংরা করেছেন। 
তুমি লক্ষ করলে খেয়াল করবে, ফরাসিরা এখনো মুসলিমদের অপছন্দ করে। 
মুসলিম মেয়েদের পর্দা করা দেখলেই ওদের গায়ে আগুন জ্বলে। ওরা চায় মুসলিম বোনেরা ওদের নিজেদের মা-বোনের মতো হয়ে যাক। 
এসব দেশের লোকেরা তো নিশ্চিত করে নিজের বাবার পরিচয় বলতে পারবে কি-না সন্দেহ।"
কামাল বললো,"আপনিই বলেন ভাই। ঘটনাটা কি।"
আমি বললাম,"দেখো। সম্রাটকে যখন তার পুত্র আওরঙ্গজেব বন্ধী করলো, তখন তিনি অসুস্থ। মৃত্যুর কাছাকাছি। গৃহবন্দী অবস্থায় তার জীবনের শেষ দিনগুলো কাটে। তখন তার কন্যা জাহানারা তার পাশে থেকে সেবা করেন। 
অবশ্যই তাদের আরো সেবা কারার মতো লোকও ছিলো। বয়সের ভারে নুয়ে পড়া মৃত্যু শয্যায় পতিত একজন লোকের নামে তার নিজের মেয়েকে ঘিরে যারা এসব কুতসা রটনা করে তারা মানসিকভাবে বিকারগস্ত।"
সে হেসে বললো,"কিন্তু ভাই। শুনেছি সম্রাট আওরঙ্গজেব একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। তাহলে কেমন করে এমন একটা কাজ করতে পারলেন?"
বললাম,"আরে ভাই। এক কাপ চায়ের অর্ডার দিয়ে আসো। গলা শুকিয়ে গেছে। চা খেতে খেতে সে কথাও বলা যাবে।"
কামাল আমার জন্য চা আনতে চলে গেলো।

Comments

    Please login to post comment. Login