Posts

গল্প

সম্রাট বাবর কি সমকামী ছিলেন?

January 6, 2026

Md. Anwar kadir

24
View

ইসলামোফোবিক লেখিকা তসলিমা নাসরিনের লেখা একটা বই পড়ছিলাম৷ একটা জায়গায় উনি সম্রাট বাবুরকে সমকামী বলেছেন। 
বলে কি? এটা পড়ে তো আমার মাথা নষ্ট। এত বড় একজন সম্রাট। তার কি খেয়ে দেয়ে আর কাজ ছিলোনা?
তার কি স্ত্রী পেতে অসুবিধা হতো? আল্লাহই ভালো জানেন। গুগলে সার্চ দিলাম। এ সম্পর্কে আরো কিছু লেখা পেলাম। জিনিসটা আমাকে শান্তি দিচ্ছিলোনা। 
হঠাৎ কি মনে হলো, এআই-কে জিজ্ঞেস করলাম৷ সেও বললো। হ্যা, কথা সত্য। অনেক ঐতিহাসিক এই বিষয়ে ইতিবাচক মতামত দিয়েছেন। 
আমি আবার ঘুরিয়ে পেচিয়ে এআই-কে জিজ্ঞেস করলাম,"এটা কি মিথ্যা হতে পারেনা?"
এআই উত্তর দিলো,"হ্যা। হতে পারে। তিনি যেহেতু মুসলিম ছিলেন, তাই তার শাসনকে যারা অপছন্দ করেন, এটা তাদের বানানো কথাও হতে পারে। এটা নিয়ে ঐতিহাসিকদের মাঝেই একটা অংশ ভিন্ন মত পোষণ করেন।"
বলে কী? আমি আবার প্রশ্ন করলাম,"তুমি এটা সম্পর্কে আর কি বলতে পারো?"
সে উত্তরে বললো,"সম্রাট বাবর তার নিজের লেখা আত্মজীবনী 'বাবরনামা' বইটি 'চাগাতাই তুর্কি' নামের তুর্কি ভাষার একটি উপভাষায় লিখেছেন। এটাকে অনুবাদ করার সময় শব্দের অর্থের মারপ্যাঁচ থাকতে পারে।
যেমন, সম্রাট হয়ত তার বইতে কোন সুদর্শন যুবকের সৌন্দর্যের প্রশংসা করেছেন। তার প্রতি আকর্ষণের কথা বলেছেন। অনুবাদকাররা এই আকর্ষণকে যৌন আকর্ষণ বলতে চেয়েছেন। 
এটা যৌন আকর্ষণ নাও হতে পার,  বন্ধুত্বের সম্পর্কও হতে পারে। মানুষ সৌন্দর্যের প্রশংসা করতেই পারে। কিন্তু এটাকে যৌন আকর্ষণ বলার জন্যেও ঐতিহাসিকদের মাঝে যথেষ্ট প্রমাণ নেই।"
আমি আর কি বলবো? সব কথাই তো এআই বলে দিলো। কারো চরিত্র নিয়ে মন্দ কিছু বলার আগে একটু ভালো করে যাচাই করা প্রয়োজন আছে বৈকি।

Comments

    Please login to post comment. Login