Posts

উপন্যাস

অন্ধকারের খেলা (Premium)

June 6, 2024

Istiaque Hossain

Original Author ইসতিয়াক হোসেন অয়ন

0
sold
এই বাড়িরই এক ক্ষুদ্র, অরক্ষিত ফ্ল্যাটে বাস করতেন ড. অহনা সেন, একজন সম্মানিত প্রত্নতত্ত্ববিদ। প্রাচীন নিদর্শন খুঁজে বের করা ও তাদের রহস্য উন্মোচনই ছিল তার জীবনের জ্বালা। নির্ধারিত সময়ে অফিসের একটি জরুরি বৈঠকে অনুপস্থিত থাকায়, চিন্তিত হয়ে তার সহকর্মী সোমনা ঘোষ ড. সেনের ফ্ল্যাটে যান। দরজা অর্ধেক খোলা ছিল, কিন্তু ভেতরে সব কিছু যথাযথই মনে হচ্ছিল। তবে ড. সেন ছিলেন নিখোঁজ। টেবিলে একটি খোলা খাতা পড়ে ছিল। অসমাপ্ত অবস্থায় আঁকা ছিল একটি প্রাচীন মন্দিরের মানচিত্র। আর তার পাশেই, লাল কালিতে লেখা ছিল মাত্র দু'টি শব্দ - "শিব দুর্গা"।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login