ভোরের আলো জানালায় এসে
নরম করে ছুঁয়ে যায় মন।
রোদের হাসতে জেগে ওঠে
নতুন দিনের স্বপ্ন ধন।
পাখির ডাকে ভাঙে নীরবতা।
চা-এর কাপে উষ্ণতা ভরে
গতকালের ক্লান্তিগুলো?
আস্তে আস্তে দূরে সরে।
আজ আবার শুরু হোক পথচলা।
ভালোবাসা থাকুক সাথে
সকালের এই নির্মল আলো
শক্তি দিক প্রতিটি প্রাতে।