শিপলু ভাইএর সাথের অনেকদিন পর দেখা৷ উনার দোকানে নিয়ে গেলেন। আমাকে অনেকদিন পর পেয়ে উনিও অত্যন্ত খুশি। আড্ডা দেওয়া এবং গল্প করার লোক পেয়ে গেছেন।
জিজ্ঞেস করলাম,"ভাই৷ আমাদের দেশের জাতীয় সংসদের মতো জায়গায় কেন নতর্কী আর গায়িকারা? এরা কি আমাদের প্রতিনিধিত্ব করে? আর যদি না করে তবে কেন ওরা আমাদের জনপ্রতিনিধি?"
ভাই বললেন,"এরা তোর ক্ষতি করেছে? ওখানে তো যারা তার যায় কম বেশি নব্বই শতাংশই অযোগ্য। তোর কেন এদেরকেই অপছন্দ? তোর তো খুশি হওয়া উচিৎ যে তোদের বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে।"
আমি বললাম,"বললাম ভাই। ইতিহাসের দিকে তাকালে দেখি নতর্কীর আর দেহ ব্যবসায়ীরা সমাজের সবচেয়ে নিচের স্তরে থাকতো। আর আজ এরাই আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে। এই জাতি সামনে এগিয়ে যাবে, এটা আমরা কিভাবে আশা করি?"
ভাই বললেন,"ফালতু কথা কইস না৷ এরা ভোট পেয়েই এমপি হয়। যে ভোট দিয়েছে তারে যাইয়া জিজ্ঞেস কর। আর যে তার জন্য ভোট চুরি করে তারেও যাইয়া ধর গিয়া। আমরা জাতি হিসেবে এমনই। এদেশে দেহ ব্যবসায়ীকে এমপি বানাতে ভোট চুরি করে মানুষ। এরা টাকা পেলে নিজের মা-বোনকেও বেচে দিতে পারে।
মাত্র পাচশ টাকার জন্য ভোট বিক্রি হয় এদেশে। সমাজের সবচেয়ে বড় চোর আর চাদাবাজ ভোট পায়। একটা ভালো মানুষ দাড় করায়া দেখ, কেউ ভোট দেয় কি-না।"
বললাম,"ভাই। ভবিষ্যত কি? সেটা বলেন।"
ভাই বললেন,"নিজেদের চরিত্র ঠিক করতে হবে সবার আগে। আমরা মনে করি, কোন ভাইকে পাশ করাইলে চুরি করে আমাকে দিবে। অথবা একটা খুন করলে বা চাদাবাজি করলে কোন ভাই আমাকে আশ্রয় দিবে। অথবা দুই নাম্বারি করে কোন সুবিধা দিবে।
এসব ভেবে ভোট দেয় এদেশের মানুষ। তাহলে ভালো মানুষ পাবি কোথায়?
আমরা যেমন চরিত্রের মানুষ আমাদের শাসকও তেমন হবে। এটা আল্লাহর পক্ষ থেকেই আসবে। তা না হলে আমাদের শাসন করা কঠিন হয়ে যাবে হয়ত। ব্যাপারটা আমাদের নবীজি সা: তার হাদিসেও বলেছেন। আমাদের শাসক তো আর আকাশ থেকে আসবেনা। আমাদের মধ্য থেকেই আসবে।"
19
View