অদৃশ্য একটা দেয়াল
তা কাচের চেয়েও স্বচ্ছ!
যার অস্তিত্ব এমনিতে বোঝা যায়না
নিরাপত্তা বলয়ের মতো ঘিরে রাখে!
বাতাসও এর ভেতরে যেতে পারেনা
দম বন্ধ হয়ে আসলে তাও আসুক!
প্রজাতি নিজ খোলসে আটকে পড়ে
চাইলেও ডানা মেলে উড়তে পারেনা!
আকাশ যেন নীল দেয়ালে আটক
সেও মুক্তি চায় তার দেয়ালের কাছে!
23
View