Posts

গল্প

ধর্ম কি সমস্যা সৃষ্টি করে? নাকি সমাধান করে?

January 10, 2026

Md. Anwar kadir

32
View

জানিনা নাসিরের মাঝে কেন এত ধর্ম বিদ্বেষ। ধার্মিক মানুষ দেখলেই ওরা মাথা ঠিক থাকেনা। আমার  সাথে দেখা হওয়ার পরেই বলে উঠলো,"ভাই। আপনাদের মতো ধার্মিক মানুষেরাই সমাজে যত বিশৃঙ্খলা সৃষ্টি করেন। যত যুদ্ধ সব ধার্মিকেরাই করে থাকে। পৃথিবীতে যত সমস্যা সব ধার্মিকেরাই করে তাদের নিজের ধর্মকে বড় দেখানোর জন্য।"
জিজ্ঞেস করলাম,"ধর্ম নিয়ে কয়টা বড় যুদ্ধ হয়েছে তার উদাহরণ দাও।"
সে উত্তর দিলো,"ভাই। সব যুদ্ধই ধর্ম নিয়ে হয়।"
বললাম,"আরে ভাই। দুয়েকটা উদাহরণ দাও।"
সে বললো,"ক্রুসেড কেন হয়েছে? আর ইরাক বা আফগানিস্তানের দিকে তাকালে কি দেখতে পাই? সবই তো ধর্ম নিয়েই হচ্ছে।"
বললাম,"থামো। ক্রুসেড যতটা না ধর্মযুদ্ধ তার চেয়ে এর পেছনে বেশি রয়েছে পোপদের ক্ষমতার লোভ। এটা অর্থনৈতিক আর রাজনৈতিক একটা লড়াই। ধর্মকে পোপরা ব্যবহার করেছে।"
সে শুনে একটু মুচকি হাসলো৷
আমি আবার বললাম,"হালাকু খা কি ধর্মের জন্য মানুষ মেরেছিলো? নাকি চেঙ্গিস খান? প্রথম বিশ্বযুদ্ধ কি ধর্মের কারণে হয়েছে? আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনের কারণ কি?"
সে বুঝতে পারেনি যে কট খেয়ে যাবে। বললো "ইরাক আর আফগানিস্তানের দিকে তাকান। সেখানে কি হচ্ছে?"
জবাবে বললাম,"ওখানে তোমাদের আমেরিকান আত্নীয়-স্বজনেরা তেলের পেছনে ছুটছে। ধর্ম কোন কারণ নয়।"
সে বললো,"সেখানকার মেয়েদের কথা বলেন। ধর্মের দোহাই দিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে।"
ছেলেটা বড্ড পাকনা। রাগ হলেও কিছু করার নেই৷ উত্তরে বললাম,"ওরা ওদের মা-বোনদের অবশ্যই না খাইয়ে রাখেনা। আর ওরা ওদের মা-বোনকে কিভাবে রাখবে তা আমি কেন ঠিক করে দিবো?
সবচেয়ে বড় কথা ওদের সম্পর্কে শুধু খারাপ কথাই শুনি। সব কথাই পশ্চিমা মিডিয়া বলে৷ এখানে সত্যতা কতটুকু তাও যাচাই করার সুযোগ নেই৷ ওরা কি ওদের মেয়েদের নিয়ে একটুও ভালো চিন্তা করেনা?
নিজের দেশে তনুর মতো মেয়েরা নিরাপদ না। ইডেন কলেজে বোনদের দিয়ে বেশ্যাবৃত্তি করানো হয় জোর করে। 
ওসি স্বামীকে জিম্মি করে অনেক নারীকে ধর্ষণ করেছে। এসব নিয়ে ইরাক বা আফগানিস্তানের কেউ তো এসে কথা বলেনা। 
সবচেয়ে বড় কথা, তোমরাও এসব অপরাধের সময় চুপ মেরে থাকো।"
সে মনে হয় লজ্জিত হয়েছে। বললাম,"মনে রেখো। ধর্মই মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। ধর্ম না থাকলে সমাজে অপরাধ আরো বেড়ে যেতো। তখন আর কোন বাধা থাকতো না।"

Comments

    Please login to post comment. Login