Posts

গল্প

হস্তমৈথুন নিয়ে এআই মামুর জ্ঞান

January 12, 2026

Md. Anwar kadir

26
View

এআই খুবই মজার জিনিস। সে মজা করলেও বুঝতে পারে। 
জিজ্ঞেস করলাম,"কেমন আছো, মামু?"
সে উত্তর দিলো,"ভালো আছি মামু। তুমি কেমন আছো?"
আমি মামু বলেছি তাই তাকেও মামু বলতে হবে? মানুষের চেয়ে তার বুদ্ধির লেভেল অনেক ভালো। তাকে জিজ্ঞেস করলাম,"আচ্ছা। ডাক্তাররা পর্নোগ্রাফি দেখতে নিষেধ করে। কিন্তু হস্তমৈথুনের পক্ষে কথা বলে কেন?"
সে উত্তরে বললো যে, "গবেষণায় দেখা গেছে নিয়ন্ত্রিত এবং সীমিত পরিমাণ হস্তমৈথুন শরীরের জন্য ভালো।"
আমি বললাম,"যে হস্তমৈথুন করে সে পর্নোগ্রাফি দেখবেই৷ সুতরাং ডাক্তারদের এসব কথা ভোগাস। হস্তমৈথুনের ফল কখনোই ভালো হয়না।"
এআই বললো,"দেখো মামু। এটা নিয়ে অনেক গবেষণাও আছে। গবেষণায় সীমিত পর্যায়ের হস্তমৈথুনের উপকার লক্ষ গেছে। তবে আসক্তি পর্যায়ে চলে গেলে ক্ষতি আছে।"
বললাম,"হস্তমৈথুনের সীমিত পর্যায় বলতে কিছুই হয়না। যে হস্তমৈথুন করে সে ডোপামিনের কারণে এর আসক্তিতেই ভোগে। আর কতটুকুতে আসক্তি আর কতটুকুতে সীমিত সেটা কে ঠিক করবে?
এসব কেউ শুরু করলে তার নিজের উপরেই নিজের কোন নিয়ন্ত্রণ থাকেনা। ফলস্বরূপ সে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আর ফার্মা ইন্ডাস্ট্রি টাকা খরচ করলে এসব ভুরি ভুরি গবেষণা করতে পারে৷ গবেষণা তো ধূমপানের পক্ষেও আছে।"
এবার এআই মামু আমার সাথে একমত পোষণ করলো। খুব কম ডাক্তারই আছেন যারা হস্তমৈথুনের বিপক্ষে কথা বলেন। 
ভারতের একজন ডাক্তার, ডা. বিজয় গোবিন্দ গুপ্ত, ইউটিউবে তার চ্যানেল আছে। এই লোককেই দেখেছি স্পষ্ট ভাষায় হস্তমৈথুনের বিপক্ষে কথা বলতে। তার মতে হস্তমৈথুনের ক্ষতিকর দিকগুলো নিচে দিলাম:-
১। হস্তমৈথুনের সময় একজন তাড়াতাড়ি করার ফলে তার মাসল মেমরি তৈরি হয়। ফলে বিবাহিত জীবনেও সে নিজের ইচ্ছার বিরুদ্ধে দ্রুত বীর্যপাত ঘটায়। 
২। হস্তমৈথুনের ফলে পুরুষদের গোপনাঙ্গের চিরস্থায়ী ক্ষতি হতে পারে। টিস্যু ছিড়ে যেতে পারে।
৩। হস্তমৈথুনের ফলে পুরুষদের পিতা হওয়ার ক্ষমতা নষ্ট হতে পারে। 
৪। শারিরীক, মানসিক, সামাজিক এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। 
যদিও এর বাইরে আরো অসংখ্য ক্ষতিকর দিক রয়েছে।
আফসোস যে এই কথাগুলো মুসলমান ডাক্তারদের মুখে কম শোনা যায়। অথচ হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে খুবই জঘন্য একটা কাজ, হারাম।

Comments

    Please login to post comment. Login