পোস্টস

কবিতা

জীবন নগর

৬ জুন ২০২৪

Sora Eshan

মুড়ছে যাওয়া এ নগরী;এ শহর ;নিস্তেজ পরে আছে আজ
থাক না। নিস্তেজ ই থাক। কেউ তো আসছে না আর।

 

কেউ তো আর দেখছে না,অনন্ত সীমানায় জমে থাকা

জল।

বাধন হারা হাহাকার "কেন জীবন এতো ই নিষ্ফল"।

 

অশ্রুবাস্পে জমে থাকা আকাশ এ আজ ;বৃস্টি নেই।

মেঘে ঢাকা এ নির্মম আকাশে আজ কোনো রোদ নেই।

 

অপূর্ণতা আজ পূর্ণতা পেয়েছে; অসমাপ্তির সমাপ্তি নেই।

শুন্যতায় আজ ছেয়ে গেছে অন্ধকার;শুধু অন্ধকার;হাহাকার।

 

নিস্তেজ বাতাসকে  হার মানিয়ে ছুটে চলে আজ দীর্ঘশ্বাস।

কথা গুলো ও তো চাপা পড়ে যায়
মনে চলে রুদ্ধশ্বাস

 

কত আশা; ভালোবাসার আশা; ঢাকা পড়ে আছে;

বরফের আস্তরণে।নেই উত্তাপ।নেই কোথাও কেউ কাছে।

 

থাক না। এভাবেই থাক। হারিয়ে যাক সবকিছু।সব আশা
রোদ আর আসবে না হয়তো। পুড়িয়ে দিয়ে এ বরফ। জাগাতে ভালোবাসা।

 

না হোক বৃস্টি আজ। শুস্কই থাক আমার এ শহর।

নিস্তব্ধ চারিদিক। নিস্তব্ধই থাক;চিরকাল থাক; এ প্রহর।