কবির সাহেব এর এক মাত্র লাবনী যার বয়স চৌদ্দ বছর। সে এখন অষ্টম শ্রেণিতে পড়ে। অত্যন্ত মেধাবী ছাত্রী। আর লাবনীর ছোট ভাই রুবেল এর বয়স তেরো বছর। সে সপ্তম শ্রেণীতে পড়ে।
কবির সাহেব খেয়াল করলেন তার সন্তান দুজন পড়াশোনা ব্যতীত আর কোন কাজই পারেনা। আর তারা একদম অলস।
তারা তাদের থাকার ঘর একদম এলোমেলো করে রাখে। অন্য কেউ গুছিয়ে দিলেই সেটা গুছানো থাকে। এমনকি তারা এক গ্লাস পানিও নিজে নিয়ে খাওয়ার অভ্যাস করেনি।
এটা কবির সাহেবকে ভাবিয়ে তুললো। অনেক চিন্তা করে একটা আইডিয়া বের করলেন কবির সাহেব। তিনি দোকান থেকে ভাই-বোন এর জন্য দুটো খাতা কিনে আনলেন। খাতার নাম দিলেন, 'ভালো কাজের খাতা', খাতার উপর লাবনী এবং রুবেল এর নাম লিখে দিলেন।
প্রতিদিন তারা যেসব ভালো কাজ আর মন্দ কাজ করবে তা এই খাতায় লেখা হবে। প্রত্যেককে সপ্তাহে অন্তত একশত ভালো কাজ করতে হবে। ভালো কাজ বলতে ঘর পরিস্কার করা, ঘর গুছিয়া রাখা, মায়ের কাজে সাহায্য করা, বাবার কাজে সাহায্য করা, কাউকে সালাম দেওয়া, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা, গাছ লাগানো, বুড়ো মানুষকে রাস্তা পার করে দেওয়া, বাগানে কাজ করা ইত্যাদি।
এমনকি সত্য কথা বলাও একটা ভালো কাজের মধ্যে পড়বে। অপরদিকে মিথ্যা কথা বললে কিন্তু তা মন্দ কাজের মধ্যে পড়বে।
প্রতি সপ্তাহে যে কেউ একজন বা দুজনই একশত ভালো কাজ করলে তাকে পুরস্কার দেওয়া হবে। এভাবে ভাই-বোনের মাঝে ভালো কাজের একটা প্রতিযোগিতা শুরু করে দিলেন কবির সাহেব।
কবির সাহেব খেয়াল করলেন এক সপ্তাহের মাঝেই তার ছেলে-মেয়ে অনেক কর্ম তৎপর হয়ে উঠছে। তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন।
23
View