Posts

গল্প

স্কুল সাদাকাহ বক্স

January 15, 2026

Md. Anwar kadir

19
View

শামীম অষ্টম শ্রেণির ছাত্র। তাদের পারিবারিক সাদাকাহ বক্স সফল হয়েছে। পরিবারের সবাই সেখানে টাকা রাখে। যখনই কোন বিপদগ্রস্ত কেউ সাহায্য চায় তারা সেখান থেকে তাকে সহায়তা করে। 
শামীমের ইচ্ছা সে তার স্কুলেও একটি সাদাকাহ বক্স চালু করবে। সে প্রথমে ক্লাসে তার বন্ধুদের সাথে এটা নিয়ে আলোচনা করে৷ তার বন্ধুদের মাঝে অনেকেই এটা নিয়ে খুব আগ্রহ দেখায়। তবে কেউ কেউ হাসাহাসিও করে। এতে করে অবশ্য সে দমে যায়না। 
তার বন্ধুরা তাকে উৎসাহ প্রদান করে।
বিষয়টি নিয়ে শামীম তাদের ধর্ম শিক্ষক হাবিব স্যারের সাথে কথা বলে। হাবিব স্যার এমন একটা সুন্দর আইডিয়ার কথা শুনে অত্যন্ত খুশি হন। তিনি নিজে উদ্যোগ নিয়ে তাদের ক্লাসে সাদাকাহ বক্স চালু করেন। 
শামীমদের ক্লাসের সাদাকাহ বক্স সফল হলে পুরো স্কুলে এটা নিয়ে সাড়া পড়ে যায়। প্রধান শিক্ষক মহোদয় হাবিব স্যার আর শামীমকে ডেকে পাঠান। তাদের কাছে সব শুনে তিনিও খুশি হন। তিনি ধার্মিক মানুষ। ফলে তিনি পুরো স্কুলে সকল শ্রেণিকক্ষে সাদাকাহ বক্স চালু করার জন্য তাদের দুজনকে দায়িত্ব দেন। 
দেখতে দেখতে স্কুলে তার উদ্ভোদনও হয়ে যায়। এর নাম দেয়া হয় স্কুল সাদাকাহ বক্স৷ এলাকায় কারো প্রয়োজন হলে এখান থেকে অর্থ প্রদান করা হয়৷ এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলেও তারা সবাই একসাথে কাজ করে সাদাকাহ বক্স এর মাধ্যমে টাকা উঠিয়ে। 
স্কুল সাদাকাহ বক্স এর দেখাশোনার দায়িত্ব দেয়া হয় হাবিব স্যার এবং শামীমকে। আর এটি তত্বাবধানের দায়িত্ব নিয়েছেন স্বয়ং প্রধান শিক্ষক মহোদয়।

Comments

    Please login to post comment. Login