মানুষ মরে যায়, কর্ম তার রেখে যায় চিহ্ন,
ন্যায়ের পথে চললেই হয় জীবনের ঋণ।
সময়ের স্রোতে ভেসে যায় মিথ্যা আর অহংকার,
সত্য টিকে থাকে দৃঢ়, অবিচল, অটল ধার।
শক্তি নয়, বিবেকই বীরের আসল পরিচয়,
অন্যায় রাজত্ব ক্ষণস্থায়ী—ন্যায় চিরজয়।
ভাগ্য নয়, কর্মই লেখে ইতিহাসের নাম,
সম্মান হারালে বৃথা হয় জীবনসংগ্রাম।
শত্রুকে জয় সহজ, নিজেকে জয় কঠিন,
এই শিক্ষাতেই অমর ইবনুল-এর কাব্যদিন।