নিষিদ্ধ স্বস্তি
............
তোমার উরুর মাঝে
আমি সুখ খুঁজি না—
সেখানে নিজেকে পোড়াই।
ওটা এমন এক উষ্ণ ফাঁক
যেথানে সব সংযম গলে যায়,
জমে থাকা সব আগুন
বেরিয়ে আসতে চায়।
তোমার কাছে এলে
আমার শরীর আর আমার থাকে না,
শ্বাস ভারী হয়ে আসে,
মনের ভিতর জমে ওঠে
একটা লালচে কাঁপুনি—
যেটা শুধু তোমার কাছেই
চিনে ফেলা যায়।
তোমার উরুর উষ্ণতা
আমাকে নিঃশব্দে টানে,
যেন সেখানে লুকানো আছে
আমার সমস্ত অস্থির রাত,
ঘামে ভেজা অপেক্ষা,
আর সেই নিষিদ্ধ স্বস্তি
যেটা ছুঁলেই শরীর কেঁপে ওঠে।
আমি যখন ওখানে ডুবে যাই,
শব্দ ভেঙে পড়ে,
চোখ আধখোলা থাকে,
আর দেহ নিজের ভাষায়
চিৎকার করতে শেখে—
নীরব, কিন্তু ভয়ংকর তীব্র।
তোমার উরুর দগদগে নরমতায়
আমি আর প্রেমিক নই,
আমি শুধু তৃষ্ণা,
আমি শুধু ছুটে চলা রক্ত,
শুধু এমন এক আকাঙ্ক্ষা
যার থামার জায়গা নেই।
ওখানেই আমি পুড়ি,
ওখানেই আমি শান্ত হই-
কারণ তোমার উরুর মাঝে
সুখ নয়,একটা আগুন আছে
যেখানে হারিয়ে যাওয়াই
সবচেয়ে বড় প্রাপ্তি।
১৫/১/২৬
21
View