আলী দাওয়াহ এর একটি ভিডিও দেখছিলাম। এক বোন তাকে প্রশ্ন করলো,"আল্লাহর সৃষ্টি কিভাবে হয়েছিলো?"
আলী উত্তর দেন,"আমরা বলি, আল্লাহ সৃষ্টি হলে তিনি আর আল্লাহ থাকবেনা। কারণ তাকে সৃষ্টি ধরা হলে প্রশ্ন আসবে যে, তাকে কে সৃষ্টি করেছে। তখন আমরা অসীম রিগ্রেস এর ফ্যালাসিতে পড়ে যাবো।
আমরা বলি, আল্লাহ হচ্ছেন কারণহীন কারণ। তিনি সবকিছুর স্রষ্টা। তাকে সৃষ্টি করা হয়নি। তিনি সব সময়েই আছেন। তিনিই অপরিহার্য সত্তা। তিনি স্বয়ংসম্পূর্ণ। আর আমরা সবকিছুই তার উপর নির্ভরশীল।"
এ কথা শুনে বোনটি জিজ্ঞেস করলো,"আপনি কেন চান যে সবাই আল্লাহর উপর বিশ্বাস আনুক?"
উত্তরে আলী বলেন,"কারণ সবার জন্য আল্লাহর উপর বিশ্বাস করাটাই আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়।"
বোনটি আবার প্রশ্ন করলেন,"সবার আল্লাহর বিশ্বাস করা কেন আপনার কাছে গুরুত্বপূর্ণ?"
আলী উত্তর দেন,"আমি মনে করি, এটা সবার জন্যেই গুরুত্বপূর্ণ, আপনার জন্যেও। আপনি অলংকার হিসেবে যা পড়েছেন; কানের দুল থেকে হাতের চুড়ি এই সবকিছুই কেউ কোন উদ্দেশ্য নিয়ে তৈরি করেছে।
দেখুন, আপনার চুড়ির মতো একটা সাধারণ জিনিস তৈরির পেছনে উদ্দেশ্য রয়েছে। আর আপনি তো কোটি কোটি কোষ দিয়ে তৈরি অত্যন্ত জটিল এক সত্তা। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য কি?
আল্লাহ অবশ্যই মজা করার জন্য আপনাকে সৃষ্টি করেননি। আপনাকে শেষ পর্যন্ত স্বীকার করতেই হবে যে, আপনার একজন স্রষ্টা আছেন।
তিনি আপনার জন্য দুটি চোখ বানিয়ে তা সঠিক জায়গায় বসিয়েছেন, আপনার জন্যে দাত বানিয়ে তাও সঠিক জায়গায় বসিয়েছেন।
এসবের পেছনে কি কোন উদ্দেশ্য আছে বলে আপনার মনে হয়?"
বোনটি এককথায় উত্তর দিলেন,"হ্যা।"
আলী বললেন,"তাহলে আপনার সৃষ্টিকর্তার উদ্দেশ্য সামনে চলে আসলো। আপনার কি মনে হয় না যে, আমাদের সে উদ্দেশ্য সন্ধান করা উচিৎ? এবং আমাদের স্রষ্টার সাথে সম্পর্ক রাখা উচিত?"
বোনটি এবারও এককথায় উত্তর দিলেন,"হ্যা।"
21
View