শাহীন ভাই সজিবকে বললেন,"দেখো সজিব! ইসলামের অনকে কিছুই আমার ভালো লাগে। প্রশ্ন হচ্ছে, যদি ইসলাম একটি সত্য ধর্মই হয় তাহলে মুসলমানদের মাঝে এত বিভেদ কেন? মুসলমানদের কোন দলটি সঠিক বলে তোমার মনে হয়?"
সজিব বললো,"ভাই৷ আপনি মুসলমানদের দেখলে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেননা। কারণ মুসলমান হলো মানুষ; আর সকল মানুষের মাঝেই কিছু না কিছু ভুল থাকে। আর এটা থেকেই যত বিভেদ এর সৃষ্টি। কেউ যখন নিজের ভুল আমলে না নিয়ে অন্যের ভুলের পিছনে তখন তার অবস্থানটা বুঝা যায়।"
শাহীন ভাই বললেন,"তাহলে কিভাবে ইসলাম অনুসরণ করবো?"
সজিব বললো,"আপনি কোরান আর হাদিস পড়াশোনা করেন। তাহলেই প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারবেন। এর বাইরেও অনেক স্কলারের লেখা ভালো বই আছে।"
শাহীন ভাই একটু ব্যঙ্গ করেই বললেন,"যে ধর্ম মানুষ পুরোপুরি ধারণ করেনা বা করতে পারেনা সেটা কি করে সত্য ধর্ম হয়?"
সজিব উত্তর দিলো,"ভাই। আপনি ভুল বুঝছেন। সকল মুসলমানের মাঝেই ইসলাম আছে। সবাই ভালো মুসলমান হওয়ার চেষ্টা করেম৷ তবে আমরা মানুষ বলে মানবীয় ভুলের উর্ধ্বে কেউ নয়। আর শয়তানের প্ররোচনা তো আছেই।
আপনি সবচেয়ে বেশি সঠিক দলটির খোজ করার জন্য পড়াশোনা করতে পারেন। বর্তমান সময়ে জ্ঞানের উৎস। আপনি চাইলেই জ্ঞান অর্জন করতে পারেন। অন্য কারো কথা না শুনে নিজে জানার চেষ্টা করেন।"
শাহীন ভাই খুশি হলেন। সর্বশেষ প্রশ্ন করলেন,"শুধু এটা বলো যে, মুসলমানদের মাঝে কারা সবচেয়ে বেশি ইমানদার। তাহলে আমার জন্য সহজ হয়ে যাব।"
সজিব বললো,"চোখ কান খোলা রাখলেই বুঝে যাবেন। সমাজের খারাপ মানুষেরা মুসলমানদের যে দলের প্রশংসা করে তাদের মাঝে সমস্যা বেশি পাবেন। আর যাদেরকে অত্যন্ত ভয় পায় তারাই বেশি হকের উপর আছেন।
কারণ বাতিল হককে অত্যন্ত ভয় পায়। তেমনি মিথ্যাও সত্যকে ভয় পায়।"
21
View