রবি বললো,"সকল সমস্যার গোড়ায় দেশের আলেমরা। তারাই সকল বিভেদ তৈরি করেন। তাদেরই সব দোষ।"
সফি শুনে একটু হাসলো। তারপর বললো,"কেন আলেমদের উপর সব দোষ দিচ্ছো? নিজে কষ্ট স্বীকার করে ইসলাম সম্পর্কে জানতে চেষ্টা করবেনা। আলেমদের কথা শুনে লাফালাফি-মারামারি করবে, আবার দিনশেষে আলেমদের দোষ দিবে, তা কি হয় নাকি? আমি তো আজ পর্যন্ত কোন আলেমকে মারামারি বা ঝগড়াঝাটি করার জন্য নির্দেশ দিতে শুনি নাই।"
রবি জিজ্ঞেস করলো,"তুমি আমাকে এটা বলো; আমাদের দেশের আলেমদের মাঝে এত বিভেদ কেন?"
সফি বললো,"দেখো! আমরা আল্লাহর পক্ষ থেকে ইসলাম পেয়েছি নবীজি সা: এর মাধ্যমে। আল্লাহ নিজ থেকেই আমাদের পরীক্ষা করার জন্য কিছু জিনিস কোরান-হাদিসে পরিস্কার করেননি।
আসলে আল্লাহ চান যেন, বুদ্ধিমানরা আল্লাহর নির্দেশগুলো নিয়ে গবেষণা করুক। এটাই ইসলামের সৌন্দর্য। বিতর্কের বিষয়গুলো হয়ত ইসলামের মধ্যে থেকেই কোরান-হাদিসের আলোকে নানাভাবে সমাধান হতে পারে।"
রবি বললো,"তাহলে এত বিভেদ কেন?"
সফি উত্তর করলো,"ভাই। মানুষকে শয়তান সবসময় ভুল পথে পরিচালিত করতে চায়। মুসলিম ভাইদের মাঝে ঝগড়া লাগাতে চায়। যারা বুঝতে পারেনা, তারা শয়তানের ফাদে পা দেয়।"
রবি বললো,"এত বিভেদের মাঝে আমরা কি করবো? আমাদের তো অমুসলিমদের সামনে এসবের জন্য মাথা নিচু হয়ে যায়।"
সফি বললো,"সত্য কথাই বলেছো। কিন্তু কি করা যাবে? সকল আলেমকে, সকল মুসলমানকেই আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কেউ ঘৃণা ছড়ালে তার থেকে দূরে থাকতে হবে।
নিজে ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে হবে। শুধু আলেম সাহেবদের উপর নির্ভর করে বসে থাকা যাবেনা।"
21
View