মোড়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। টিভিতে টকশো চলছে। কোন একটা ইসলামী দলের একজনকে পেয়ে বসেছে সাংবাদিক এবং অপর আলোচক।
সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছে যে, তারা ক্ষমতায় গেলে মেয়েরা নাচতে পারবে কি-না? বেচারা এমন প্রশ্নের জন্য অপ্রস্তুত ছিলেন। আমার মনে হয় তাকে চিন্তা করে উত্তর দেওয়ার সুযোগও দেয়া হয়নি। আমি নিশ্চিত উনি যে উত্তরই দিবেন তা নিয়ে বিতর্ক সৃষ্টি হবে।
আমার মুখ থেকে বেরিয়ে গেলো,"এই সাংবাদিককে সামনে পেলে চড়ায়ে চাপার সব দাত ফেলে দিতাম। এটা কোন প্রশ্ন হলো?"
আমার একজন প্রগতিশীল বন্ধু আমাকে জিজ্ঞেস করলো যে, কেন আমি এই প্রশ্ন শুনে বিরক্ত হলাম। সে নাকি ঠিক প্রশ্নটাই করেছে।
উত্তরে বললাম,"প্রশ্ন করবে দেশের সমস্যাগুলো নিয়ে। কেউ নাচতে চাইলে কে আটকে রাখতে পারবে? বেশি চাপাচাপি করলে কি হয় সেটা আমরা ইরানকে দেখে বুঝতে পারি।
দেশের ছেলে-মেয়েদের চাকরি নেই, শিক্ষা ব্যবস্থা ভালো না, চিকিৎসা ব্যবস্থা ভালো না, দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো না। অথচ এই সব বিষয় নিয়ে কোন প্রশ্নই করেনা।
ওরা কি নিজ থেকে একবারও বলেছে যে কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করবে? ঘুরিয়ে পেচিয়ে এমন প্রশ্ন করে যেন আলোচকেরা বিতর্কিত কোন উত্তর দেন। এরা যা করে সেটা সাংবাদিকতা না। এটা বুদ্ধিবৃত্তিক বেশ্যাবৃত্তি।"
আমার প্রগতিশীল বন্ধুও আমার কথার সাথে একমত হলো। এটাই আসলে ভিউ বাণিজ্য।
13
View