আমার কাছের একজন বন্ধুর বিয়েতে গিয়েছিলাম। বিয়ের আয়োজন ভালোই হয়েছে। বিয়ে যখন পড়াবে তখন বিয়ের সাক্ষীদের দেখলাম। একজনের চেহারা দেখেও ভদ্রলোক মিনে হলোনা৷
সাক্ষীদের কারো মুখে দাড়ি নেই। এই সাক্ষীরা বিপদের সময় সাক্ষী হিসেবে সত্য কথা বলবে কি-না, তা হয়ত আমার বন্ধুর কাছে গুরুত্বপূর্ণ নয়।
আমরা বন্ধু আবার রাজনীতি সচেতন।
তাই রাজনৈতিকভাবে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তার বিয়ের সাক্ষী রাখে। আসলে ওই সকল লোককে খুশি করতে চাইছিলো।
এর মাধ্যমে বুঝাতে চাচ্ছিল যে তারা তার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ।
এই বিয়ের এক বছরের মাথায় বেশ কিছু পারিবারিক সমস্যা সৃষ্টি হয়ে যায়। আসলে দুনিয়ার সকল সংসারেই কম-বেশি ঝামেলা থাকে। এটাই বাস্তবতা।
মজার বিষয় হলো সাক্ষীদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন সে আগুনে ঘি ঢালার চেষ্টা করতে লাগলো। পারিবারিক সমস্যা না মিটিয়ে কিভাবে আরো ঝামেলা লাগানো যায় তার ফন্দি করতে শুরু দিলো। হয়ত কিছু আর্থিক সুবিধা পেলে সে সত্যের পক্ষে যেতো। কোন সুবিধা না থাকলে কেন তিনি সত্যের পক্ষে যাবেন? একটা ইনসেন্টিভ তো লাগবে, তাইনা?
এমিনটি যে শুধু বিয়ের ক্ষেত্রেই তা কিন্তু না। মানুষ টাকা-পয়সার লেনদেনেও এমন কাউকে সাক্ষী রাখে যে পরে পস্তাতে হয়।
তাই সময় থাকতে সবাই সাক্ষীদের ব্যাপারে সাবধান।
17
View