Posts

গল্প

Promised land: ফিলিস্তিনের ভূমি আসলে কাদের?

January 18, 2026

Md. Anwar kadir

17
View

ইব্রাহিম আ: এর একজন নাতি ছিলেন ইয়াকুব আ:।  তার আরেকটি নাম অপর নাম ছিলো ইসরায়েল বা আল্লাহর বান্দা৷ এই জন্যেই তার বংশধরদের বলা হয় বনী ইসরায়েল। তার এগারো পুত্রের মাঝে বিশেষ ছিলেন ইউসুফ আ:। একজনের নাম ছিলো ইয়াহুদা যার থেকে ইয়াহুদি নামটি এসেছে।
বাইবেল অনুযায়ী ইয়াকুব আ: কে আল্লাহ স্বপ্নে ওয়াদা (promise) করেছিলেন যে তার বংশধরদেরকে বর্তমান ফিলিস্তিন ভুখন্ড দিবেন। শর্ত থাকবে যেন তারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, অবাধ্য হবেনা। 
হযরত মুসা আ: আল্লাহর সাহায্য নিয়ে বনী ইসরায়েলকে মিশরের ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে নিয়ে আসেন। তার স্বপ্ন ছিলো তিনি পূর্বপুরুষ ইয়াকুব আ: এর সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন। 
কিন্তু বনী ইসরায়েল এর আল্লাহর প্রতি অবাধ্যতার কারণে হযরত মুসা: এর জীবদ্দশায় তাদেরকে নিয়ে এই promised  land এ আর যাওয়া হয়না। তিনি মৃত্যুর পূর্বে হযরত ইউশা ইবনে নূন আ: এর হাতে এই দায়িত্ব দিয়ে যান। তার সময়েই বনী ইসরায়েল সফল হয় সেই promised land এ যেতে৷ 
বনী ইসরায়েল জাতি আল্লাহর কাছ থেকে অনেক দয়া পেয়েছে, রহমত পেয়েছে। তারা অনেক নবী-রাসুল পেয়েও তাদের সাথে অবাধ্যতা প্রকাশ করেছে। আল্লাহ যখনই তাদের প্রতি রুষ্ট হয়েছেন, তাদেরকে শাস্তি দিয়েছেন। 
কখনো কখনো আল্লাহ তাদেরকে অন্য কোন জাতির মাধ্যমে তাদের promised land থেকে বিতারিত করেও শাস্তি দিয়েছেন। 
খ্রীস্টপূর্ব পাচশ থেকে ছয়শ সালের মাঝে তাদেরকে ব্যাবিলনের শাসক নেবুচাদ নেজার ধরে নিয়ে যায়। 
সেখানে অনেক বছর বন্দী থাকে। একটা সময় পর তারা আল্লাহর কাছে অনেক তওবা করার মাধ্যেম মুক্তি পায় সম্ভবত সাইরাস দ্য গ্রেট এর সাহায্যে। 
কিন্তু তারা আবার আল্লাহর অবাধ্য হয়। আসলে তাদের রক্তে আল্লাহর প্রতি অবাধ্যতা রয়েছে। ইসা আ: থেকে শুরু করে অনেক নবী-রাসুলকে তারা মেনে নেয়নি। তারা তাদের নফসের অহংকারের গোলামী করে। ফলস্বরূপ তাদের সত্তুর খ্রিস্টাব্দ এর দিকে শেষবারের মতো বিতারিত করে রোমান সেনাপতি টাইটাস। এরপর তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
তারা আরা অবাধ্য হবেনা বলে আল্লাহর কাছে আবার তওবা করে। কিন্তু তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী প্রতিশ্রুত শেষনবী হযরত মুহাম্মদ সা: আসার পর তাকে চিনতে পেরেও তারা গ্রহণ করেনি। তারা তাদের বংশের বাইরে কাউকে নবী হিসেবে মানতে নারাজ। 
বর্তমানে ফিলিস্তিনের মুসলমানরাই সেখানকার আদি বাসিন্দা। তারা সেখানে হাজার হাজার বছর ধরে বসবাস করছে। তাদের মাঝে অনেকেই হয়ত বনী ইসরায়েলরই বংশধর। তবে তারা মুসলমান হয়ে গেছে। 
সেই ভূমি থেকে বিতারিত হওয়ার প্রায় দুই হাজার বছর পর এসে তারা দাবি করছে যে এটা তাদের promised land, এই ভূমি তারা যে কোন মূল্যে ফেরত চায়। স্থানীয় মানুষদেরকে মেরে কেটে বিতাড়িত করছে। আসলে বনী ইসরায়েল আল্লাহর কাছ থেকে অনেক দয়া পেলেও বারবার অবাধ্য হয়েছে। এখনো তারাই রক্ত পিপাসু হয়ে উঠছে। 

তাদের অবাধ্যতার মাধ্যমেই তারা এই ভূমি থেকে আজ বিতাড়িত। তাদের আর এই ভূমির উপর কোন অধিকার নেই। আধুনিক বিশ্বের কোন আইনেই কাউকে অন্যের ভূমি দখল করার অধিকার দেয়না। হয়ত তারা এসব করেই আবার আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শাস্তি আসার পথ সুগম করছে।

Comments

    Please login to post comment. Login