পোস্টস

কবিতা

কবিতা আমাদের অসুস্থতা

৭ জুন ২০২৪

জালাল উদ্দিন লস্কর

মূল লেখক জালাল উদ্দিন লস্কর

আমাদের অসুস্থতা!


জালাল উদ্দিন লস্কর 

আমদের অসুস্থতা মগজে ও মনে
বিকৃতির চূড়ান্তসীমা অতিক্রম করেছি সেই কবে
মনে পড়ে না মনে পড়ে না, মনেও যে বাসা বেঁধেছে ঘুণে!
আমরা উল্লাস করি ভিন্ন মতের কেউ অসুস্থ হলে
আমাদের আনন্দ সোস্যাল মিডিয়াতে পড়ে গলে গলে!
আমরা খুশী হই মানুষের অসুখে অকল্যানে
রাজ্যের কুচিন্তা আমাদের মননে ও ধ্যানে।
বিশিষ্ট মানুষেরা মারা গেলে বারবার মরে
আমরা যে নেমে পড়ি চৌদ্দগোষ্টি উদ্ধারে।
কেবলই মতভিন্নতা ও আদর্শের পার্থক্যের কারনে
হিংসার বারুদ জ্বলে আমাদের অনুদার মনে!
মহাপ্রাণ মানুষদের মহাপ্রয়াণে পুলকিত হই
ভুলে যাই কেউ আমরা মৃত্যুর চেয়ে বড় সত্য নই।
এমন বিকৃত উল্লাস আমাদের চিন্তায় কেন বাঁধে বাসা? মুখোশের আড়ালে আমরা কেন, কেন
তবে এতো সর্বনাশা?
আমরা কতোটা মানুষ?কতোটা মানুষের ছায়া?
মনুষ্যগুণরাজী বিলুপ্ত প্রায় ধরে আছি মানুষের কায়া।
ভীষণ অসুস্থ আমরা, দূরারোগ্য ব্যাধির বাসা
আমাদের মনে
আমরা উল্লাস করি প্রতিবেশীর কষ্টে  ও মরণে।
আমরা বন্দক রেখেছি আমাদের হৃদয় ও মন
মতাদর্শগত মতপার্থক্যে পরিস্ফুট চিন্তাচেতনার ভিন্ন বিবরণ!
চিন্তার সর্বনাশা দৈন্যদশা আর এমন সংকীর্ণতার পথে
ক্লান্ত পরিশ্রান্ত আমরা নিন্দা আর প্রশংসার অসম দ্বৈরথে।
অন্যের উন্নতি সাফল্য আর ভালো কিছু হলে-
আমাদের খুব বেশী জ্বলে, আহা বড় বেশী জ্বলে।
অমঙ্গল আর দেখি যদি কারো কোনো ক্ষতি-
ভাল হয়ে যায় আমাদের মন, পাই আনন্দ অতি!