Posts

গল্প

পীরতন্ত্র এবং বাউলতন্ত্রের গোপন রহস্য

January 19, 2026

Md. Anwar kadir

16
View

শাকিল জানতে চাচ্ছে কেন আমি পীরতন্ত্র এবং বাউলতন্ত্র পছন্দ করিনা। আমি অবশ্য এসব নিয়ে কথা বলতেও স্বাচ্ছন্দ বোধ করিনা। 
কারণ এখানে গোপন রহস্যের আড়ালে এমন অনেক কিছুই আছে যা সাধারণের পক্ষে মেনে নেয়া সম্ভব না।
আমি আসলে পীরতন্ত্রের বিপক্ষে না, হক্কানী পীর হলে অবশ্যই তা ভালো। 
পীর কথাটির সোজা বাংলা হলো শিক্ষক। পীর যতক্ষণ দীন শিক্ষার শিক্ষক আছেন, ততক্ষণ বিষয়টি ঠিক আছে। পীর কথাটি গুরু শব্দের কাছাকাছি এসেই অন্য রকম হয়ে যায়। 
বাংলাদেশের একজন বিখ্যাত পীর আছেন। তাদের দাদা পীর মুরিদদেরকে নেয়ার জন্য কেয়ামতের দিন নৌকা নিয়ে আসবেন (নাউজুবিল্লাহ)। এসবের পক্ষে কোন আলেমই নেই।
শাকিলকে একটা ভিডিও দেখালাম৷ একজন পীরপন্থী বাউল কথা বলেছে। তার বিয়ের সময় বাবা তাকে পরামর্শ দিয়েছিলো, যেন বাসর ঘরে তার পীরকে সঙ্গে নিয়ে যায়৷ পীরকে নিয়ে যাওয়া মানে পীরের চেহারা মোবারক মনের মধ্যে গেথে নেওয়া৷ মানে স্ত্রীর কাছে যাওয়ার সময় মনের মধ্যে থাকবে পীরের চেহারা মোবারক। 
ভাবা যায়? এগুলোই এসব সাধনার গোপন রহস্য। 
আরেকটি ভিডিও দেখালাম শাকিলকে। সেখানে রয়েছেন একজন মহিলা বাউল, তিনি আবার বিখ্যাত সারা দেশজুড়ে। তিনি বলেছেন একটি গল্প। 
এক পীরের কাছে দুজন যুবক মুরিদ হওয়ার জন্য এসেছে৷ পীর বলে দিয়েছেন, তাদের স্ত্রীকে পীরের কাছে দিয়ে দিতে হবে। একজন যুবক এই কাজে অস্বীকৃতি জানিয়ে চলে গেলো। 
অপর যুবক পরদিন তার স্ত্রীকে এনে পীরবাবার পায়ে সপে দিলো। পীরবাবা বলে দিলেন, তিনি যুবকের স্ত্রী নিয়ে নিবেন না। 
তারা উভয়েই পীরের মুরিদ হওয়ায় এখন থেকে তারা আর স্বামী-স্ত্রী থাকবেনা, বরং পীর ভাই-পীর বোন। এখন থেকে তারা ঘনিষ্ঠ হবে ভাই-বোন হিসেবেই, স্বামী-স্ত্রী হিসেবে নয়৷
সেই মহিলা বাউল পরামর্শ দিলেন, স্ত্রীকে মা হিসেবে বা বোন হিসেবে জড়িয়ে ধরতে (নাউজুবিল্লাহ)। 
যাইহোক এমন বিশ্বাস যাদের আছে, তারা তাদের বিশ্বাস নিয়ে থাক। তবে তারা মুসলমান নয় এটা বলার জন্য কাউকে মুফতি হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়না। অবশেষে শাকিলও একমত পোষণ করলো।

Comments

    Please login to post comment. Login