Posts

গল্প

প্রেম-ভালোবাসার নামে যারা অন্যের হক নষ্ট করছে

January 20, 2026

Md. Anwar kadir

13
View

শামিম তার ছেলে হামিমকে জিজ্ঞেস করলো,"তুই কি সত্যিই কোন মেয়ের সাথে কথা বলিস? অথবা প্রেম করিস?"
হামিম এই অভিযোগ এক কথায় অস্বীকার করে উড়িয়ে দিলো। 
শামিম বললো,"দেখো বাবা৷ সত্য কথা বললে আমি তোমাকে খেয়ে ফেলবো না। আর আমি তো তোমাকে মিথ্যে বলা শিখাইনি। কেন আমার সাথে মিথ্যে বলছো?"
হামিম এবার হরহর করে সব কথা বলে দিলো। কথাগুলো শামিম মনোযোগ দিয়ে শুনলো৷ 
তারপর ছেলেকে বললো,"মনে করো মেয়েটির সাথে তুমি প্রেম করো এবং দিনশেষে সে ভাগ্যের খেলায় অন্য আরেকজনের বউ হলো৷ কেমন হবে?"
হামিম বললো,"অবশ্যই কষ্ট পাবো।"
শামিম বললো,"তুমি কেন কষ্ট পাবে? কষ্ট পাবে তো তার স্বামী। কারণ তুমি তার হক নষ্ট করেছো। সেটাও আবার কি? তার বিয়ের আগেই তুমি তার বউয়ের সাথে কথা বলেছো।
আর আল্লাহ যদি তোমাকেও এমন শাস্তি দেন? শাস্তিস্বরূপ তোমার কপালেও যদি এমন স্ত্রী জোটে?"
এটা হামিম লজ্জিত হলো। সে তওবা করলো। ভবিষ্যতে এমন কাজ সে আর করবেনা। 
অন্যের হক নষ্ট করার আগে অবশ্যই আমাদের ভাবা উচিৎ। না হলে আল্লাহর পক্ষ থেকে আছে শাস্তি। 
আর বান্দার হক নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। ক্ষমা নিতে হবে যার হক নষ্ট করেছে তার কাছ থেকে।
কেউ তার স্ত্রীর কাছ থেকে প্রাপ্য হক নষ্টকারীকে ক্ষমা করবে? কে আছে এমন? 
ইহকালে তো আল্লাহর শাস্তি আছেই। পরকালেও আছে কঠিন বিপদ।

Comments

    Please login to post comment. Login