অমৃত সুখ
.......
যন্ত্রণায় কাতর আমি—
ছুটে যায় তোমার উরু সন্ধির কুপে,
যেখানে পবিত্র উত্তাপ
আর নিষিদ্ধ কামনা
একই তালে জ্বলে ওঠে।
তোমার তাপে
আমার শরীর আর মন
আলাদা থাকতে শেখে না,
নিঃশ্বাসে নিঃশ্বাসে
তৃষ্ণা ঘন হয়ে আসে।
স্পর্শের অল্প ব্যবধানে
কামনা কাঁপে,
আর সেই কাঁপুনির ভেতরেই
নিমিষে আমি পাই অমৃত—
হারিয়ে গিয়ে
সম্পূর্ণ হয়ে ওঠার সুখ।
........
স্বপন বিশ্বাস
10
View