Posts

গল্প

আহলে হাদিস এবং মাজহাবীদের দ্বন্দ্ব

January 22, 2026

Md. Anwar kadir

9
View

সুজন আমার কাছে জানতে চাইলো যে, আহলে হাদিস করা।
এসব বিষয় নিয়ে আমার এত ভালো ধারণা নেই। তবে যতটুকু জানি তাই তাকে জানালাম। 
তার প্রশ্নের উত্তরে বললাম,"আহলে হাদিস বলতে আমি বুঝি যারা নবীজি সা: এর হাদিসকে ভালোভাবে ধারণ করে। যেহেতু সকল মুসলমানই হাদিস কোরানের পর হাদিস অনুসরণ করে, তাই আমার দৃষ্টিতে সবাই আহলে হাদিস। 
তবে একটা গোষ্ঠী আছেন যারা নিজেদেরকে আলাদাভাবে আহলে হাদিস পরিচয় দিয়ে থাকেন। তারা কখনো আবার নিজেদেরকে সালাফী বলেও পরিচয় দেয়। সালাফী বলতে রাসুল সা: এর প্রিয় সাহাবীদেরকে অনুসরণ করেন তাদেরকে বুঝানো হয়।"
সুজন জানতে চাইলো,"সবাই যদি আহলে হাদিস হয় তাহলে উনাদের নিয়ে এত দ্বন্দ্ব কেন?"
জবাবে বললাম,"আহলে হাদিস ভাইয়েরা হাদিস মানার ক্ষেত্রে অত্যন্ত কঠোরতা অবলম্বন করেন। তারা হাদিসে কোন দুর্বলতা থাকলে তা গ্রহণ করেননা৷ 
আর উনারা কোন নির্দিষ্ট আলেম বা মাজহাব অনুসরণ করার পক্ষপাতী না৷ বিতর্ক আছে এমন বিষয়ে যাচাই-বাছাই করে নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু মাজহাবীরা যে কোন একজন ইমামের মতামত গ্রহণ করেন।"
সুজন বললো,"এটা তো ভালো। তাহলে এত ঝগড়া কেন?"
উত্তরে বললাম,"যখন কোন একটা পক্ষ মনে করেন যে, শুধু উনারাই সঠিক পথে আছেন। আর অন্যরা সবাই বিভ্রান্ত, তখনই ঝামেলার সৃষ্টি হয়। 
আহলে হাদিস ভাইয়েরা অনেক সময় মাজহাবীদের প্রতি অনেক সময় এতটাই কঠোর  ভাষা ব্যবহার করেন, মনে হয় যেন কাফিরদের সম্পর্কে কথা বলছেন। এতে করে উভয় পক্ষের মাঝে সম্পর্ক ঠিক হয়না৷
আবার মাজহাবী ভাইয়েরাও অনেক সময় আহলে হাদিস ভাইদের প্রতি কঠোর আচরণ করেন। অনেক সময় আবার লা-মাজহাবী বলেও গালি দেন।
ইসলামের কিছু বিষয় কোরানে বা হাদিসে সরাসরি পরিস্কার করা হয়নি৷ আসলে বুদ্ধিমানদের জন্য কোরান-হাদিসের আলোকে গবেষণার পথা খোলা রাখা হয়েছে। 
আর একজনের মতের সাথের আরেকজনের মতের পার্থক্য হবে, এটাই স্বাভাবিক। এটাই ইসলামের সৌন্দর্য।"
সুজন সবশেষে জানতে চাইলো,"তাদের মাঝে কি মিল হবেনা?"
বললাম, "আল্লাহ চাইলে অবশ্যই হবে। মুসলমানদের মাঝে এসব সামান্য বিষয়ে বিভেদ হওয়া উচিৎ না। 
এই বিভেদের সুযোগ নিয়ে সারা বিশ্বে মুসলমানদের কোণঠাসা করে রাখা হয়েছে। যেদিন সকল মুসলমান এক হবে সেদিন তারা সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে।
মুসলমান বা অমুসলিম সকলের ভুল ধরিয়ে দিতে হবে হিকমত বা জ্ঞানের সাথে, ভালোবাসার সাথে এবং ভ্রাতৃত্ববোধ নিয়ে।
সবাইকে আন্তরিক হতে হবে। তবেই আসবে শান্তি।"










 

Comments

    Please login to post comment. Login