Posts

বাংলা সাহিত্য

নরম আলোয় শুয়ে থাকা এক সন্ধ্যা

January 24, 2026

Swapon Biswas

8
View

নরম আলোয় শুয়ে থাকা এক সন্ধ্যা
......... স্বপন বিশ্বাস 
নরম আলোয় শুয়ে থাকা এক সন্ধ্যা,
তোমার চোখে জমে আছে গভীর রাত।
চুলের ছায়া কপাল বেয়ে নামে,
অন্তরালে লুকোনো কত না অনুচ্চারিত কথা।
বিছানার চাদরের ভাঁজে ভাঁজে
তোমার নিঃশ্বাসের উষ্ণতা—
একটি প্রশ্নের মতো থেমে থাকে,
একটি উত্তরের মতো আবার ভেসে আসে।
ঠোঁটের কোণে অল্প হাসি,
যেন অর্ধেক বলা, অর্ধেক গোপন।
এই মুহূর্তে সময়ও সাহস পায় না
তোমার দিকে তাকিয়ে এগোতে।
তুমি কোনো আহ্বান নও,
তুমি এক নিঃশব্দ প্রতীক্ষা—
যেখানে রাত নিজেই এসে
দিনের সমস্ত ক্লান্তি রেখে যায়।

Comments

    Please login to post comment. Login