Posts

গল্প

হারাম সম্পর্ক ঠিক আছে, হালাল সম্পর্ক ঠিক নাই

January 26, 2026

Md. Anwar kadir

3
View

সোহেল অত্যন্ত ধার্মিক ছেলে। সমাজের এবং সবাই তাকে মূল্যায়ন করে। ইসলামের অনুশাসনের ব্যাপারে সে খুবই কঠোর। 
তার মা-বাবাও খুব ধার্মিক মানুষ। 
সোহেল জানে তার বড় ভাই রুবেল ভার্সিটিতে একটা মেয়ের সাথে সম্পর্কে আছে। অনেকদিন ধরে সেই মেয়েকে নিয়ে এখানে সেখানে ঘুরাফেরা করে। 
এটা নিয়ে তার মা-বাবার সাথে তার ঝগড়াও হয়েছে৷ মজার বিষয় হলো ওদেরর মা-বাবা বিষয়টিকে মেনে নিয়েছে। 
তাদের ধারণা, এই বয়সে ছেলে-মেয়েরা এসব করেই। পরে গিয়ে সব ঠিক হয়ে যাবে। 
তবে এর মাঝে একদিন তারা খবর পেলো যে রুবেল বিয়ে করে ফেলেছে সেই মেয়েকে। 
মেয়ের পরিবার সম্পর্কের কথা জানতে পেরে রুবেলকে জোর করেই বিয়ে করিয়ে দিয়েছে। 
তবে বিয়ের আগে রুবেলের বাবাকেও ডেকেছিলো তারা। 
তিনি রাজি হননি এসবে। তাই মেয়ে পক্ষ তাদের মেয়ের মান-ইজ্জত বাচাতে রুবেলকে জোর করতে বাধ্য হয়েছে।
বিয়ের পর তাদের বাবা নিষেধ করে দিলেন সে যেন বউ নিয়ে বাড়িতে না আসে। প্রেম করতে নিষেধ করেনি বলে কি বিয়েও মেনে নিবে?
তাদের ইচ্ছে ছিলো যে আরো ভালো পরিবারে তাদের ছেলেকে বিয়ে করাবেন তারা। 
তবে এবার আর সোহেল বসে থাকেনা। 
সে তার মা-বাবার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। এতদিন যখন তার ভাই একটা হারাম সম্পর্কে ছিলো সেটা মা-বাবা মেনে নিয়েছেন। 
এখন সেটা হালাল হয়ে যাওয়াতে তারা মেনে নিবেন না, তা হতে পারেনা। 
অবশেষে সোহেলের পীড়াপীড়িতে বাধ্য হয়ে এই বিয়ে মেনে নিতে বাধ্য হয় তাদের মা-বাবা।

Comments

    Please login to post comment. Login