এতবড় পৃথিবীতে বাংলাদেশ চেনার কয়েকটি সহজ উপায়-
১। ঈদ-পূজা আসার আগে পণ্যেত দাম বাড়বে একদফা এবং জাতি ধর্ম বিষয়ক আলাপে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে।
২। বাজেটে অবশ্যই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও কালো টাকা হবে স্বল্প ট্যাক্সের আওতায় এবং বাজেট বিষয়ক আলাপেও জনতা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে।
৩। অপরাধ না করেও কেউ জেলে যেতে পারবে কিন্তু অপরাধ করলে অবশ্যই শুধু মাত্র তদন্ত চলতেই থাকবে (রোজ কেয়ামত পর্যন্ত) এবং তদন্ত ও বিচার ব্যবস্থা বিষয়ক আলাপেও মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে।
৪। মন্ত্রী-সচিব বদলাবে, পদ্ধতিও বদলাবে কিন্তু শিক্ষায় দাস তৈরী বন্ধ হবে না এবং অপ্রয়োজনীয় এই বদল নিয়ে আবারো জাতি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে।
৫। সৎ মানুষের উপর অবিচার নিয়ে কারো দুশ্চিন্তা না থাকতে পারে কিন্তু একজন উটকো ভাইরাল ব্যাক্তিকে শত চিন্তা-ভাবনা-গবেষণা হতে হতে জনতা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে।
৬। নূন্যতম ব্যাক্তি স্বাধীনতা বলতে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার স্বাধীনতাকে বুঝবে এবং ঐক্যের পক্ষে ডাক দেয়া লোকেরাও দুই ভাগে.......