অলীক মায়ার বশে বন্দী সবাই,
পুতিন থেকে জিনপিং-ভুগছে সবাই বিষণ্নতায়।
“কমলালেবু”র এই জঞ্জাল ভরা আস্তানায়,
সবাই উঠেছে মেতে অশ্রু-রক্তের নেশায়।
ভয় আজও পিছু ছাড়েনি মধ্যবিত্তের,
দুর্ভিক্ষ এখনও পথের কাঁটা পথিকের।
ভাইরাসের দুনিয়ায় বেজেছে দামামা যুদ্ধের,
আবারও ফাঁসিতে ঝুলতে হবে বিপ্লবীদের।
এখানেই শেষ নয়-
এশিয়া থেকে ইউরোপ,
কোপেনহেগেন থেকে সান্টিয়াগো,
পুব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর,
শহর কি গ্রাম, কোহাও থেমে নেই প্রেমিকের ক্রন্দন,
বিচ্ছেদের ধাক্কায় খুলে গেছে দুঃখের বাঁধন।
সাতশ কোটি অনুভূতি আজ পুড়ে ছাই,
সাহারা মরুভূমিও বদলে গেছে তাই।
এশিয়া থেকে ইউরোপ,
কোপেনহেগেন থেকে সান্টিয়াগো,
পুব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর,
শহর কি গ্রাম, কোহাও থেমে নেই প্রেমিকের ক্রন্দন,
বিচ্ছেদের ধাক্কায় খুলে গেছে দুঃখের বাঁধন।
সাতশ কোটি অনুভূতি আজ পুড়ে ছাই,
সাহারা মরুভূমিও বদলে গেছে তাই।
এখানেই শেষ নয়-
চিন্তার কারাগারে বন্দী মানুষ,
মনের আকাশে ওড়ে অপ্রাপ্তির ফানুস।
সবার মাঝে নিকেই খুঁজে পায়না,
হোমো সেপিয়েন্সের মেরুদন্ডে শুধুই বঞ্চনা!
প্রযুক্তি আজ উন্নত হয়েছে বটে,
কিন্তু আমরা বদলাবো কবে?
চিন্তার কারাগারে বন্দী মানুষ,
মনের আকাশে ওড়ে অপ্রাপ্তির ফানুস।
সবার মাঝে নিকেই খুঁজে পায়না,
হোমো সেপিয়েন্সের মেরুদন্ডে শুধুই বঞ্চনা!
প্রযুক্তি আজ উন্নত হয়েছে বটে,
কিন্তু আমরা বদলাবো কবে?