পোস্টস

বাংলা সাহিত্য

বর্ষা বিলাস কিংবা উপবাস (প্রিমিয়াম)

৭ জুন ২০২৪

নাজমুন নাহার নূপুর

মূল লেখক নাজমুন নাহার নূপুর


দিন যায় দিন আসে বিবশ যামিনী
পথ চেয়ে পথে থাকে অচল কামিনী
-------
অন্তর্ভেদী দৃষ্টি দেওয়া নিষেধ,
যে দৃষ্টিতে হৃদয়ের ক্ষত-বিক্ষত ছবি ফুটে উঠে
বিভীষিকাময় অন্ধকারের স্মৃতিচিহ্ন স্পষ্ট থেকে স্পষ্টতর হয়,
রক্ত পিপাসু মনের লিপ্সা বেড়ে যায়,
মনের গহীন কোণে অকারণে পড়ে থাকা দু:খবোধ জাগ্রত হয়
সেই গহীন কালের গহ্বরে দৃষ্টি দেওয়া নিষেধ।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।