পোস্টস

কবিতা

কৃষ্ণচূড়া ও ভালোবাসা

৮ জুন ২০২৪

রফিকুল ইসলাম বাদল

১.

কৃষ্ণচূড়ার কাছে চোখ চাইলাম' 

আগুন চোখ! 

ফিরিয়ে দিলো।

পাহাড়ের কাছে' 

কঠিন হৃদয়! 

সে'ও ফিরিয়ে দিলো। 

প্রিয়, আমার ভালবাসা কেন' 

আকাশ হলো।


 

২.

গা ভাসিয়ে দেই' 

অনিশ্চয়তা অবিনশ্বর জেনে - কৃষ্ণচূড়ার বনে। 

সেই কবেকার মৃত একটি পাখির সুর 

আজও বাজে 

কৃষ্ণ বিহঙ্গে - সঙ্গোপনে। 

আজও ভর করে চোখে মৃতময়ী স্বপ্নীল আকাশ ' 

উজ্জ্বল হবার সম্ভাবনা। 

মাছরাঙা পাখির মতো 

একটি মাছ খুঁজেফিরি, 

একটি জীবন্ত চোখ। 

আজও হাসি কান্না উল্লাসগুলি কাঁচা ভাঙ্গা শব্দের মতো প্রকম্পিত 

আমার কন্ঠে। 

কেঁপে উঠি, 

শতাব্দীর পর শতাব্দীর প্রবাহিত ঝড়ে।