Posts

কবিতা

হিমকন‍্যা (Premium)

June 10, 2024

মো আব্দুল কাইয়ুম


বিশুদ্ধতা
- এম. এ.কাইয়ুম

এই পৃথিবীর কোনো সূএই বিশুদ্ধ নয়।
যেমন বিশুদ্ধ নয় -
ঢাকার আকাশ-বাতাস আর বুড়িগঙ্গা জল।
যেমন বিশুদ্ধ নয় -
মা-হারা শিশুর জন্য্ অন্য মায়ের কোল।
নারী ছাড়া নদী,
কাম ছাড়া প্রেম,
মায়ের ভালোবাসা মতো নয়,
কোনো কিছুই ওতো মোলায়েম।
শতশত প্রেমিক জীবনভর প্রেমিকায় আসক্ত-
প্রেমিকার ঠোঁটের উষ্ণতা লাগে যেন বিষাক্ত।

বুকভরা মধু-তুমি হে,
প্রেমিকা নামক নববধু!!
যত হাসো আজ,যত করো সাজ,
ছিলে দেবী,হলে দাসী।
চাঁদের আছে কলঙ্ক,রোদেরও আছে আধার।
মা ছাড়া এ জগৎ সংসারে কেউ নয় কার,
সবই মেকি, ঠুনকো আর বিকার।
এই অলিক বন্ধনের পিছুটান,আর অভিমান -
সবকিছু ফেলে নাও বিশুদ্ধতার অমৃত ঘ্রাণ।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login