পোস্টস

কবিতা

অমলিন রূপ (প্রিমিয়াম)

১০ জুন ২০২৪

Nasif Hasan

শ্রাবণের যাঁরা আজি ঝরে ঝর ঝর,
    গাছের পাতারা নুয়ে পড় পড়,
    আমের তলায় সব করিয়াছে ভীড়।
আজ কচুরিপানারা সব এলোমেলো,
ডাকে ঐ শুন শুন 'চোখ গেল'
     বাতাসের তোড়ে চুল উড়িতেছে তন্বীর।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।