তুমি আমার চোখের কাজলে থাকো
হাসি মাখা ঠোঁটের আড়ালে থাকো
দুঃখের কাটাকুটি করা লেখায় থাকো
বৃষ্টিস্নাত ভোর দুপুরে থাকো।
ঘুমোতে যাওয়ার আগে অনুভবে থাকো
ভোরের প্রথম ভাবনাতে থাকো
নিস্তব্ধ রাতের আহ্লাদে থাকো
ফেলে আসা ফাগুন হাওয়াতে থাকো।
This is a premium post.