- স্ট্যাটাস অ্যাক্টিভ
- মেম্বার হয়েছেন ১০ জুন ২০২৪
- পোস্ট সংখ্যা ৮
- পোস্ট কিনেছেন ০
- পোস্ট বিক্রি হয়েছে ০
আবৃত্তি করি জীবন, যাপন করি কবিতা।
খুব অল্প বয়সেই লেখালেখির জগতে অজান্তে প্রবেশ হয়। ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় অপোক্ত একটা কবির ইতিহাসের সূচনা হয় “মনের মুকুরে” নামক কাব্যগ্রন্থ থেকে। তারপর ২০১৭ সালে আরো দুটো গ্রন্থ, উপন্যাস “হিংসার সীমারেখা” এবং অণু-উপন্যাস “তিন বসন্ত” প্রকাশিত। ইন্টারমিডিইয়েট পড়ুয়া আমার মনে নিজের লেখালেখির এবং বই প্রকাশে প্রশ্ন জেগে উঠে। আদৌ কি আমি লিখতে জানি? এই প্রশ্ন আমাকে নিজের উপর কাজ করার সাহস দেয়। বই প্রকাশ বন্ধ করে বই পড়ায় এবং লেখালেখিতে মনোযোগী হয়ে উঠি। নিজের অনুভূতিগুলোকে খাতাবন্দী করে রাখতে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমের নানান ছোট বড় জায়গায় কাজ করা শুরু করি। কখনো কন্টেন্ট রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, কপি রাইটিং। এরই মাঝে লাফালাফি নামক কলকাতার পেইজে কাজ করার সময় উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শে তাদেরই একটি বইয়ের জন্য ভৌতিক এবং রহসমূলক লেখা জমা দেই। যা পরবর্তীতে কলকাতার গ্রন্থমেলায় প্রকাশ হয় “ভুতে ভয় পাও?” বেশ কিঞ্ছু সম্পাদকীয় বইয়েও লেখা প্রকাশ হয়েছে।
যেদিন সত্যিকার অর্থে লেখক হয়ে উঠবো সেদিন আবার নিজের মৌলিক বই প্রকাশ করবো।
যেদিন সত্যিকার অর্থে লেখক হয়ে উঠবো সেদিন আবার নিজের মৌলিক বই প্রকাশ করবো।