Posts

চিন্তা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে লেখা চিঠি (Premium)

June 11, 2024

Lamisa Sanjana

Original Author লামিসা সানজানা

কি লজ্জার কথা! এই কথাটা বলতে আমার অনেক লজ্জা হচ্ছে, কিন্তু আমার প্রাণ ভরে উঠে দুঃখে যখন আমি এসকল কথা শুনি। বাংলাকে তারা ভালোবাসে না। বাংলার মানুষকে তারা ভালোবাসে না। বাংলার দুঃখ, বাংলার মানুষের দুঃখ তারা অনুভব করে না। বাংলাদেশের প্রতি তাদের কোনো মায়া নেই। এখন অনেকে বাংলাদেশে থাকতেই চায় না। এদেশ তাদের প্রিয় না, এ মাটি তাদের আপন না, এ মাটির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি কোনো কিছুই তাদের ভালো লাগার না। তারা হারিয়ে গেছে। হে প্রিয় বঙ্গবন্ধু, আপনাদের রক্তের চেয়ে প্রিয় দেশকে তারা আর ভালোবাসে না।


আমার দুঃখ হয়, অনেক দুঃখ হয়। আমি আমার দেশের মাটিতে বিদেশি শক্তি, বিদেশি সংস্কৃতির উচ্ছাস দেখি। কিন্তু বাঙালি সংস্কৃতির আনন্দের ছিটেফোঁটা খুঁজে পাই না। পেলেও খুব সামান্য। আর যারা বাংলাকে, বাঙ্গালিয়ানাকে বপন করতে চায়, ছড়িয়ে দিতে চায় তাদের নিয়ে হাসি ঠাট্টার পাত্র করা হয়।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login