পোস্টস

গল্প

সাডেন ক্লিক (প্রিমিয়াম)

১০ জুন ২০২৪

Lamisa Sanjana

মূল লেখক লামিসা সানজানা

কোনো শব্দ নেই।মেইন গেট থেকে বের হয়ে দেখলো,পুরো এলাকা জুড়ে দূর দূর পর্যন্ত কেউ নেই।বরং অনেক কিছু পরিবর্তন লাগছে। না অনেক কিছু না সবকিছু।সবকিছু নেই।ওহ মাই গড! চারপাশে কোনো বিল্ডিং,মানুষজন,পাশে একটা সুপার শপ,সবকিছু কোথায় চলে গেলো? রুহি চিৎকার করে বলছে," হেলো,কেউ আছেন? আশে পাশে কেউ আছেন? কি হয়েছিল? হেল্প.. হেল্প ..হেল্প মি প্লিজ।" মনে হচ্ছে যেনো চারিদিকে ধু ধু মাঠ আর তার  মাঝে একটা ভাঙ্গাচোরা বিল্ডিং আর সামনে একটা রাস্তা।কি অদ্ভুত!

হঠাৎ মাথায় এলো,কোনো স্বপ্ন তো নয়? নিজের মাথায় জোরে জোরে দুটো বাড়ি দিয়ে দেখলো,যদি ঘুম ভাঙ্গে। তাতেও কোনো লাভ হলো না। কী করবে কিছুই মাথায় আসছে না।হতাশায় মাটিতে বসে পরলো রুহি। কী হচ্ছে? সবাই কোথায় চলে গেলো? সব এমন কেনো লাগছে যেন শতাধিক পুরনো কোনো জায়গা। চারপাশটা ভালো করে দেখছে সে।একটা কিছু ইঙ্গিত যদি পাওয়া যায়। হঠাৎ খেয়াল করলো দূরে একটা কিছু ঝাপসা দেখা যাচ্ছে। আর কিছুই মাথায় এলো না। সে উঠে দাঁড়ালো।কোনো দিকে না তাকিয়ে দৌড় দিলো।যেমন মরুভূমিতে ক্লান্ত পথিক মরীচিকা দেখে দৌড় দিয়ে মরীচিকার নিকটে পৌঁছানোর বৃথা চেষ্টা করে। তেমনি রুহি দৌড়াচ্ছে। পথও যেনো ফুরোয় না।দৌড় দিচ্ছে,দৌড় দিচ্ছে।ক্লান্ত হয়ে আসছে পুরো শরীর।পায়ে যেনো কোনো বোধ পাচ্ছে না। নিশ্বাস ফুলে উঠছে। হাপিয়ে গেছে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।