Posts

কবিতা

রেলগাড়ী

June 10, 2024

Mohammad Mokbul Hosaain

রেলগাড়ী

শেখ মকবুল মোশতাক 

রেল গাড়ি, তোমারি মতো আমি ছুটে চলেছি অবারিত মাঠ পেরিয়ে কখনো একটু থেমে কখনো বা অবিরাম 

কত দু:খ কষ্ট,আনন্দের সাক্ষী হয়ে।

তোমায় বুকে চড়ে যেমন কেউ প্রেমের গল্প করে কেউ রোগে, শোকে,ব্যথার করে ক্রন্দন, কেউ 

অহেতুক কিছু গল্পে সময় পার

কেউবা পরিবারের সাফল্য গাথা ছেলে মেয়ের গল্পে মশগুল কেউবা আবার কথার বাকযুদ্ধে নিজের বাহাদুরি করছে প্রদর্শন 

কেউবা স্মার্টফোনে বৃদ্ধা আর তনিমা আঙুলের ঘষাঘষি করে কাটাচ্ছে সময়, 

কেউবা আবার ইতিহাস বর্ণনা করছে তো কেউবা স্মৃতিচারণ

কেউবা আবার কিছুই ধারধারে না জীবনের সকল ব্যস্ততাকে কবর দিয়ে দুচোখের পাপড়ি মুদে

গভীর ঘুম। কিন্তু তুমি তো ছুটে চলেছ তোমারি মতন।

ঠিক আমিও তেমনি ছুটে চলেছি কত কিছুর বুঝা নিয়ে সকলের সুখ দুখের সাক্ষী হয়ে কবর পর্যন্ত।

Comments

    Please login to post comment. Login