Posts

কবিতা

প্রাক্তন-১

June 10, 2024

Tonni Das

Original Author তন্নী দাশ

Translated by না

কেমন আছো?
- শীতের পাতা ঝরা প্রকৃতি যেমন থাকে।
জানতে চাইবে না আমি কেমন আছি?
- নিশ্চয়ই বসন্তের রঙিন ফুলের পাপড়ির মতো সুন্দর আছো!
তুৃমি কখনো বর্ষার জলে অভিমানে ফুলে-ফেঁপে উঠা উন্মাদ নদী দেখেছো?
-না।নদীও প্রেমিকার মতো ছলনাময়ী। 
কবে মনে হলো?
-যেদিন তুমি আমায় ছেড়ে গিয়েছিল;
আমি ছেড়ে গিয়েছিলাম!আমি তো কখনো একশো আটটা নীলপদ্ম চাই নি......
-উফস্!সুনীল আমার বিরক্ত লাগে।
অথচ একসময় সুনীল আবৃত্তি না করলে তোমার প্রেমের পাঠ চুকতেই চাইতো না!
- সময় বদলায়! 
মানুষ কি তার চেয়েও বেশি দ্রুত বদলায় না!
-পরিস্থিতি বাধ্য করে।
এখন রোজ কি আবৃত্তি করো?
-আজাদ।
আজাদ সাহেব তো নারী দ্রোহী ছিলেন না?
-প্রেমিকা দ্রোহী ছিলেন।তোমাকে একদিন "আমাকে ছেড়ে যাওয়ার" পর কবিতাটা.……..
না,না। আমি শুনতে চাই না।
-তবে থাক।
তুমি কি বুঝতে পারছো,আমি কী ভীষণ ভালো আছি!
-না।
আমার শরীরে এখন মাংসের গন্ধ। আমি এখন অন্য আরো অনেকের মতোই সাধারণ কেউ একজন।
-তোমার তো অসাধারণ হওয়ার লোভ ছিল না! 
আমি নারী হয়ে উঠতে চেয়েছিলাম!
- নারী কি প্রেমিকার চেয়েও শক্তিশালী কোনো বিশেষন!
আমি পূর্ণতা চেয়েছিলাম।
-যে পূর্ণতা শাশ্বত প্রেমকে উতরিয়ে যায় আমি তার সাথে সন্ধি করি না।
তোমার কি,তোমাকে তো কিছু হারাতে হয় নি!
-পুরো পৃথিবীটাই যার,তার হারানোর ভয় থাকে না!
আমি তোমার পৃথিবীর কেউ ছিলাম না!
-শূন্য হাতে যে জন্মায়,কাউকে নিজের বলে দাবী করার অধিকার তার থাকে না।
আজকের পর থেকে তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না!
-তুমি আরো সুন্দর, আরো সুখী হও!
আশীর্বাদ!
-না,অভিশাপ।
 

Comments

    Please login to post comment. Login