পোস্টস

কবিতা

দেয়াল আর পিঠের দূরত্ব

১০ জুন ২০২৪

জাহিদ ইকবাল

পরিমাপক সূচকের প্রশ্নবিদ্ধ স্তরের তীর

প্রতিনিয়ত নিম্নমুখি হয়ে

মাথা দিয়ে প্রবেশ করে ক্রমশ নীচে নামতে নামতে 

শরীর ভেদ করে ভূপৃষ্ঠ স্পর্শ করেছে । 

 

চেয়েছিলাম জোছনা রাতে 

ঝর্নার জলের ধারাবাহিকতায় উপর থেকে নীচে নামবো,  

নিস্তেজ আগ্নেয়গিরির পথ ধরে হেটে চলবো,

শীতের তীব্র তুষার ঝরে বরফখণ্ডের মত গুঁড়ো হয়ে মিশে যাব

 

কিন্তু বাস্তবতা

অর্থনীতির অধঃপতন রেখার সীমা ছাড়িয়ে 

আমায় নিয়ে যাচ্ছে 

দূর থেকে দূর অজানায় ।