Posts

কবিতা

দেয়াল আর পিঠের দূরত্ব

June 10, 2024

জাহিদ ইকবাল

110
View

পরিমাপক সূচকের প্রশ্নবিদ্ধ স্তরের তীর

প্রতিনিয়ত নিম্নমুখি হয়ে

মাথা দিয়ে প্রবেশ করে ক্রমশ নীচে নামতে নামতে 

শরীর ভেদ করে ভূপৃষ্ঠ স্পর্শ করেছে । 

চেয়েছিলাম জোছনা রাতে 

ঝর্নার জলের ধারাবাহিকতায় উপর থেকে নীচে নামবো,  

নিস্তেজ আগ্নেয়গিরির পথ ধরে হেটে চলবো,

শীতের তীব্র তুষার ঝরে বরফখণ্ডের মত গুঁড়ো হয়ে মিশে যাব

কিন্তু বাস্তবতা

অর্থনীতির অধঃপতন রেখার সীমা ছাড়িয়ে 

আমায় নিয়ে যাচ্ছে 

দূর থেকে দূর অজানায় ।   

Comments

    Please login to post comment. Login