Subtotal
0 ৳
Shipping and taxes calculated at checkout.
or Continue Shopping →
বাস্তবতা অর্থনীতির অধঃপতন রেখার সীমা ছাড়িয়ে আমায় নিয়ে যাচ্ছে দূর থেকে দূর অজানায় ।
সচরাচর স্মৃতিরা এভাবে কাতর হয়ে তাড়া করে না যেভাবে তোমার অবয়ব হয়ে কুয়াশা ছুয়ে গেল ওষ্ঠ।
হৃদয় বিভক্তির বন্ধন বিহীন প্রান্ত দিয়ে অধঃপতন রেখার মধ্যমায়
এ পথ ধরে একদিন চলে যাবো, যেখান থেকে এসেছিলাম শিশুর হাঁসি শুনতে এসেছিলাম দেখতে এসেছিলাম আলো দেখে গেলাম অন্ধকারের গভীরতা
সেই কবে থেকে চুপ করে আছি হৃদয় উজাড় করা কথা গুলো তোমাদের ব্যস্ততার জোয়ারে ভেসে ভেসে নিঃস্বঙ্গতার চরে আটকে গেছে
শেষ পর্যন্ত মেরুদণ্ড খসে খসে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে ব্যক্তিত্বের মত ।
পৃথিবীর এই ব্যাধিগ্রস্থ অঞ্চলে শিশুরা ভূমিষ্ঠ হচ্ছে অতিরিক্ত একটি পা নিয়ে
তুমি কতটা গুরুত্বহীন কোন কীটপতঙ্গের চেও চিরায়ত আবেগের একতন্ত্রে ।
মৃত মাছের শেষবার কেঁপে ওঠা হৃদয় স্পন্দন হয়ে তোমার হাতের স্পর্শ এখনো ছুয়ে আছে হস্তরেখায়