Posts

কবিতা

এসেছিলাম, চলে যাবো

June 13, 2024

জাহিদ ইকবাল

67
View

এ পথ ধরে একদিন চলে যাবো, যেখান থেকে এসেছিলাম

শিশুর হাঁসি শুনতে এসেছিলাম 

দেখতে এসেছিলাম আলো

দেখে গেলাম অন্ধকারের গভীরতা 

বৃষ্টির মাঝে হারিয়ে যাবো  

যেভাবে এসেছিলাম ভিজতে ভিজতে ।

দেখতে এসেছিলাম তোমাদের ভবিষ্যৎ

দেখতে পাচ্ছি সম্ভাবনা

পথে যেতে দেখি ধ্বংস 

কাদতে আসিনি, কান্নাকে সঙ্গে করে নিয়ে যাবো

অনিচ্ছাকৃত এসেছিলাম

আলোকিত করে যাবো 

যে পথে এসেছিলাম

সে পথেই চলে যাবো ।

Comments

    Please login to post comment. Login