Posts

চিন্তা

ডায়েরির পাতা থেকে

June 10, 2024

সারহা বিনতে হাবিব

86
View

"অমুক পারলে তুমি পারবে না কেন" ইহা সমাজের সৃষ্ট সবচাইতে নিকৃষ্টতম ধারণা যা সিরিঞ্জ দ্বারা পুষ্টি উপাদান ইঞ্জেক্ট করার মতো তরুণদের মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলেছে বহু বছর ধরে।
আমি বলছি না যে, এই ধারণা ভুল কিংবা এই ধারণাটি নিজের মধ্যে ধারণ করে কেউ কস্মিনকালেও সফল হয়নি। কিন্তু আমরা বুঝার চেষ্টা করছি না যে এটি নেহাতই এক্সট্রা-অর্ডিনারি বা অসাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রেই প্রযোজ্য। সাধারণ ছাত্রদের ক্ষেত্রে একান্তই ভাগ্যলক্ষ্মী প্রসন্ন না হলে এই যুক্তি খাটে না।
ধরি, আমি অংকে কাঁচা। আমাকে ঠ্যাঙানো হলেও আমি গণিতে "গ" পারবো না। গণিতে টেনেটুনে পাশ করে স্কুল-কলেজের গণ্ডি পার হয়েছি। এমতাবস্থায় আমি যদি ক্লাসের ফার্স্ট-হওয়া, গণিতে পারদর্শী রহিমের সাথে গণিতের প্রতিযোগিতা করতে নামি, আমি কী জিতবো? ওই যে বললাম, একান্ত ওপরওয়ালা সহায় হয়ে আমাকে একদিনের জন্য গণিতের জাহাজ বানিয়ে দিলে হয়তো জিতে যাবো।

কিন্তু সেসব সম্ভব ওই গল্পের বইয়ে আর সিনেমা-নাটকে। 
বাস্তবে এসব ঘটে না রে, হতচ্ছাড়া!

সারহা বিনতে হাবিব
১লা সেপ্টেম্বর, ২০২৩

Comments

    Please login to post comment. Login