তুমিই প্রজ্জ্বলিত করেছো ভালোবাসার লেলিহান অগ্নিশিখা
ঐ দূর অন্তরীক্ষে, পৃথিবীর প্রান্তর থেকে প্রান্তরে।
তোমার সৃজিত মানবের হৃদসরোবর এবং আত্মার গভীরতম প্রদেশে।
তোমার এই বাঁধহীন ভালোবাসা একীভূত করেছে,
অস্তিত্ববাদ এবং অনস্তিত্ববাদকে।
This is a premium post.