পোস্টস

পোস্ট

কীভাবে মেসেঞ্জারে গ্রুপ চ্যাট চালু করবেন?

১০ জুন ২০২৪

Nurul Mostak

পরিচিত ব্যক্তিদের সঙ্গে নিয়মিত ম্যাসেজ আদান-প্রদান করার জন্য অনেকেই মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করেন। কখনো কখনো একই ম্যাসেজ একাধিক বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিত মানুষদের একসঙ্গে আদান-প্রদানের প্রয়োজন পরে। চাইলেই মেসেঞ্জার অ্যাপের গ্রুপ চ্যাট সুবিধাকে কাজে লাগিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে একই সাথে ম্যাসেজ আদান-প্রদান করা যায়। এমনকি গ্রুপ চ্যাটে অডিও ও ভিডিও কলও করা যায়। চলুন কীভাবে মেসেঞ্জারে গ্রুপ চ্যাট সুবিধা চালু করা যায় তা জেনে নিই।

 

মেসেঞ্জারে গ্রুপ চ্যাট চালু করার উপায়

গ্রুপ চ্যাট সুবিধা চালু করতেঃ

১। প্রথমে স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন।

২। এরপর ওপরে থাকা ‘পেনসিল’ আইকনে ট্যাপ করে পরের পেজে যান। 

৩। এবার সবার ওপরে থাকা গ্রুপ চ্যাট অপশনটি নির্বাচন করুন। 

৪। যাঁদের গ্রুপে নির্বাচন করতে চান, তাঁদের নাম নির্বাচন করুন। 

৫। নাম নির্বাচন করা হয়ে গেলে গ্রুপ নেম–এ ট্যাপ করে গ্রুপ চ্যাটের নাম দিন। 

৬। তারপর ওপরে থাকা ‘ক্রিয়েট’ বাটনে প্রেস করুন। 

৭। গ্রুপ চালু হয়ে গেলে গ্রুপে নামের চ্যাটবক্সে প্রবেশ করে অন্যদের সঙ্গে যোগাযোগ করুন। গ্রুপ চালু করার পরও অন্যদের গ্রুপে যোগ করা যাবে।

 

সুত্র