Posts

গল্প

হারুকি মুরাকামির গল্প: শেহেরজাদ (Premium)

June 10, 2024

মুহসীন মোসাদ্দেক

Original Author হারুকি মুরাকামি

Translated by মুহসীন মোসাদ্দেক

0
sold
প্রতিবার সঙ্গমের পর হাবারাকে সে একটি অদ্ভুত এবং আকর্ষণীয় গল্প শোনাত। ‘এক হাজার এক রাত’-এর রাণী শেহেরজাদের মতো। যদিও, সেই রাজার মতো পরের দিন সকালে তার মাথা কেটে ফেলার কোনো পরিকল্পনা অবশ্য হাবারার ছিল না। (যাইহোক, সে কখনোই সকাল পর্যন্ত হাবারার সাথে থাকেনি।) তার ধারণা, হাবারাকে সে গল্পগুলো শুনিয়েছিল, কারণ, প্রণয়ের শেষে সেই অলস, অন্তরঙ্গ মুহূর্তগুলোতে সে বিছানায় একজন পুরুষের সাথে জড়াজড়ি করে শুয়ে থাকা এবং কথা বলা উপভোগ করত। এছাড়াও, সম্ভবত, সে হাবারাকে স্বস্তি দিতে চেয়েছিল, কারণ তাকে ঘরের ভেতরে আবদ্ধ থেকেই প্রতিটা দিন কাটাতে হতো।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login