Posts

কবিতা

আমার স্বপ্ন

June 10, 2024

তারিক হোসেন

Original Author তারিক হোসেন

53
View

আমার স্বপ্ন

আমি একাত্তরের আগে আবার জন্ম নিতে চাই,
বাংলাদেশকে নতুন করে স্বাধীন করতে চাই।
আমি কলম ছেড়ে অস্র ধরে যুদ্ধ করতে চাই,
বাংলাদেশকে নতুন করে মুক্ত করতে চাই।

আমি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সব দুর্নীতিবাজের বিচার করে যেতে চাই।
আমি অনিয়ম অনাচার দূর করতে চাই, 
সবার মধ্যে শৃঙখলা ফিরিয়ে আনতে চাই।

আমি ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সবার মুখে আন্য তুলে দিতে চাই।
আমি কৃষি পন্যের ন্যায্য মূল্য দিয়ে যেতে চাই,
সব কৃষকের মুখে হাসি ফুটাতে চাই।

আমি নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সবার হাতে শিক্ষা তুলে দিতে চাই।
আমি নকল মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই।

আমি ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সব মা-বোনকে স্বাধীন ভাবে চলার নিশ্চয়তা দিয়ে চাই।
আমি সমাজে নৈতিকতা ফিরিয়ে আনতে চাই,
সবার মধ্যে মূল্যবোধ দেখা যেতে চাই।

আমি বেকারত্ব মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সবার হাতে কাজ তুলে দিতে চাই।
আমি সবাইকে মানবসম্পদে পরিনত করতে চাই,
সবাইকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে চাই।

আমি শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সব শিশুর  শৈশব ফিরিয়ে দিয়ে চাই।
আমি সব শিশুর হাতে বই খাতা তুলে দিতে চাই, 
জীবনটাকে সন্দর করে গড়ার সুযোগ দিতে চাই।

আমি ভেজাল মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই, 
সবার হাতে সুষম খাদ্য তুলে দিতে চাই। 
আমি দূর্ষন মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই, 
সবার জন্য নিরাপদ পরিবেশ দিয়ে যেতে চাই।

আমি একাত্তরের আগে আবার জন্ম নিতে চাই,
বাংলাদেশকে নতুন করে স্বাধীন করতে চাই।
আমি কলম ছেড়ে অস্র ধরে যুদ্ধ করতে চাই,
বাংলাদেশকে নতুন করে মুক্ত করতে চাই।

Comments

    Please login to post comment. Login