Posts

কবিতা

কবিতা (Premium)

June 10, 2024

Md. Mijanur Rahman Sohel

Original Author মূল লেখক

Translated by না

0
sold
পূর্ণতা আর অপূর্ণতা

অনেকটা পথই তো হেঁটে এলাম!
হেঁটেছি যেমন ফুলের বনে,
হেঁটেছি তেমনি মরুদ্যানে।
শ্বাপদ, সরীসৃ্পের সাথে হেঁটেছি,
সাধু বৈরাগীদের সাথেও হেঁটেছি।
পাখিদের কলকাকলিতে হেঁটেছি,
শ্বাপদের হুঙ্কারের মাঝেও হেঁটেছি।
স্নেহ-মমতা, শ্রদ্ধা-ভালোবাসা,
ঈর্ষা-বিদ্বেষ, সহায়তা প্রতারণা
এসব নিয়েই তো এতটা পথ এলাম।
হাঁটতে হাঁটতে পায়ে কড়া পড়ে গেছে।
শ্মশ্রু কেশ কালো থেকে সাদা হয়েছে।
চোখের উপর চোখ বসেছে, তবুও দৃষ্টিটা ক্রমেই ঝাপসা হয়ে গেছে!
কোথায় হাঁটার শেষ, কোথায় গন্তব্য,
কিছুই জানা নেই, শুধু হেঁটে চলেছি!
কোথায় কখন এ চলমান জীবন
পূর্ণতা পাবে তা জানা নেই।
জীবনের সব সত্য হয়তো এখনো জানা হয়নি। সব কথা শোনা হয়নি।
সব কথা এখনো বলাও হয়নি।
এসব ছাড়াই কি জীবন পূর্ণতা পাবে?
কে জানে.........!

This is a premium post.

Comments

    Please login to post comment. Login