ভেতরেই গড়ে ভেতরেই ভাঙ্গে ভেতরেই ঘটে সব
বুকের ভেতর বাসা বাঁধে নীল প্রজাপতি উৎসব
কালের পাহাড়, রুপালি রোদের অমৃত সব সুখ
আজন্ম বিশ্বাসে নিজের আয়নায় দেখি মাটির মুখ
ধূপছায়া রাতে জোনাক যুবতীর উথালি-পাথালি নাচ
ষোড়শী চাঁদ উঁকি মেরে দেখে যৌবনা ঋতুর রাত।
This is a premium post.