Posts

কবিতা

প্রেম আর ভালোবাসা (Premium)

June 10, 2024

ARIFUL ISLAM BHUIYAN

0
sold
প্রেম আর ভালোবাসা
___আরিফ শামছ্

দৃষ্টির সীমানায়, হৃদয়ের মোহনায়,
কে এলো? কে যায়?
জান্নাতী সমীরণে, বাসনার ঢেউ ধায়,
চঞ্চলা দোল খায়।
আঁখি দ্বয় তৃপ্ত,অশ্রুতে শিক্ত,
চঞ্চল প্রাণ-মন,
কোন কিছু স্থির নেই,
অস্থির, আনমন।
নাওয়া খাওয়া ভূলে যায়,
চিন্তার শেষ নাই,
সব কিছু এলোমেলো,
নিজেদের ভুলে হায়!
প্রণয়ী চারিপাশে
বারবার দেখা পায়,
কম্পিত মন খুঁজে,
সবকিছু বলি তারে,
কথা লিখে কবিতায়,
ইংগিতে আকারে।
সায় পেলে হবে প্রেম,
না হয় ভালোবাসা।
দু'জনে দু'জনার,
মিলে মিশে একাকার,
সবকিছু হরষে,
ফিরে পায় বারবার।
সুখে সুখ অবিরাম,
জান্নাতী প্রেমে পায়,
মিলেমিশে দুজনের,
জীবনের অভিপ্রায়।
প্রেম রয় কখনো
ইতিহাসের ভাঁগাড়ে,
একপেশে ভালোবাসা,
আজীবন আহারে!
ভালোবেসে ভুলা যায়?
বলিবো কাহারে!!!
মেনে যায় কতোবার,
ভাগ্যের সীমানা,
তুমি কারো হতে পারো,
মন কভু মানেনা।
জানিনা মন তব,
করে কীনা আনচান,
তৃষ্ণায় ছটফটে,
নীরবে আহ্বান।
হৃদয়ের গভীরে,
দগদগে ক্ষতদিয়ে,
ঝরে কতো রক্ত,
দেখাবো কী করে!!!
দু-জনে নির্জনে,
দুঃখে যাতনায়,
আকাশের পানে চাও,
নিবেদন প্রার্থনায়।
উদাসীন নীরবে,
দগ্ধ বারবার,
ভালোবাসা দুজনেই,
চায় শুধু একবার।

০১/০৬/২০২৪ খ্রীঃ
মদীনা,
সউদী আরব।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login